News

Title : ১৭ অক্টোবর থেকে দরদাতাগণের জন্য ই-জিপি প্রশিক্ষণ শুরু
Description :

ইলেকট্রনিক গর্ভনমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমে নিবন্ধিত দরদাতাগণের জন্য ই-জিপি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ।

১৭ অক্টোবর ২০১৮ বুধবার সকাল ৯.৩০ মিনিটে প্রথম ব্যাচের একদিন ব্যাপী ওই প্রশিক্ষণ শুরু হচ্ছে দোহাটেক নিউ মিডিয়ার খিলগাঁও কার্যালয়ে।

ডাইমেপ প্রকল্পের আওতায় সিপিটিইউ-এর পরামর্শক প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া এ পর্যায়ে মোট ৮০০ জন দরদাতাকে ই-জিপি প্রশিক্ষণ প্রদান করবে। শুধুমাত্র ই-জিপিতে নিবন্ধিত দরদাতাগণকে এ প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। এ বিষয়ে দোহাটেক-এর ০১৯১৭৭২১৫২৩ অথবা ০১৭৫৯৯৪৫৮৫৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

প্রতি ব্যাচে ২০ জন করে মোট ৪০টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি ক্রয়ে ই-জিপি একটি আইসিটি ভিত্তিক অনলাইন ক্রয় প্রক্রিয়া যার মাধ্যমে যে কোন নিবন্ধিত দরদাতা তার ঘরে বসেই দরপত্র জমা দিতে পারেন। ই-জিপি বিষয়ক যে কোন সহযোগিতার জন্য ই-জিপি হেল্পডেস্ক ১৬৫৭৫ এ যে কোন ফোন থেকে যে কোন সময় কল করা যায়। হেল্পডেস্ক দিনরাত ২৪ ঘণ্টা ও সপ্তাহের ৭ দিনই খোলা থাকে।

Publication Date : 14/10/2018