MSc from ITC-ILO
20/02/2025 12:00 AM
আইটিসি-আইএলও (ITC-ILO) থেকে এমএসসি ডিগ্রি
১৮/০২/২০২৫
বিপিপিএ পিপিআরপি-II-AF প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের তুরিন ইউনিভার্সিটি, ইতালির ITC-ILO থেকে ‘পাবলিক প্রোকিউরমেন্ট ম্যানেজমেন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিষয়ে মাস্টার অব সায়েন্স (MSc) ডিগ্রি অর্জনের ব্যবস্থা করেছে।
অতিরিক্ত অর্থায়নের (PPRP-II-AF) আওতায় ২৫ জন সরকারি কর্মকর্তা এই ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশের ৬০ জন জাতীয় প্রশিক্ষকের মধ্যে ৫২ জন আইটিসি-আইএলও থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।