প্রধান নির্বাহী কর্মকর্তা,বিপিপিএ
16/10/2024 12:00 AM
মির্জা আশফাকুর রহমান
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মির্জা আশফাকুর রহমানকে বিপিপিএ‘র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মইনউদ্দিন খন্দকার স্বাক্ষরিত ও ২০ আগষ্ট ২০২৪ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সাথে তাঁকে বিপিপিএ কর্তৃক বাস্তবায়নাধীন “Digitizing Implementation Monitoring and Public Procurement Project (DIMAPPP)“ শীর্ষক প্রকল্পের ‘প্রকল্প পরিচালক‘ নিয়োগ করা হয়েছে ।
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনাব মির্জা আশফাকুর রহমান ১৭তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। কর্মজীবনে বিভিন্ন দপ্তর ও পদে তাঁর রয়েছে ২৩ বছরের বেশি কাজের অভিজ্ঞতা। যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ পরিকল্পনা কমিশন (শিক্ষা শাখা), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), সাধারণ অর্থনীতি বিভাগ এবং বিশেষ প্রণিধানযোগ্য অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। কয়েকটি বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পে তিনি উপ-প্রকল্প পরিচালক ও পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মির্জা আশফাকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (GRIPS) থেকে তিনি পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি অনেক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। পেশাগত প্রয়োজনে তিনি বিভিন্ন দেশ ও নগরে সফর করেছেন। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, স্পেন, বেলজিয়াম, হংকং, চীন, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, দুবাই, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সৌদি আরব।
ব্যক্তিগত জীবনে জনাব রহমান এক পুত্র সন্তানের জনক। তাঁর ব্যক্তিগত আগ্রহ ও দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে বৈদেশিক সাহায্য ব্যবস্থাপনা, প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা, সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং বিশেষ করে সরকারি ক্রয় ব্যবস্থা অন্তর্ভুক্ত।