১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তরিত হয়েছে সিপিটিইউ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩ সালের ৩২ নম্বর আইন, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি অ্যাক্ট ২০২৩ এর অধীনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) হিসেবে রূপান্তরিত হয়েছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। আরও উন্নত সেবা প্রদান এবং দেশের সরকারি ক্রয় পরিবেশের উন্নতির লক্ষ্যে সরকার সিপিটিইউকে বিপিপিএতে রূপান্তর করেছে। ... ২০২৩ সালের ৫ জুলাই তারিখে মাননীয় পরিকল্পনামন্ত্রী জাতীয় সংসদে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বিল ২০২৩ উত্থাপন করেন। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর বিলটি জাতীয় সংসদে পাস হওয়ার পর ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তা মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং আইনটি সর্বসাধারণের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশিত হয়। আইনটি অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রতিষ্ঠিত হয়েছে। সিপিটিইউর সকল নথিপত্র এবং যোগাযোগ এখন থেকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর বলে গণ্য হবে। আইনের আওতায় বিপিপিএ’র পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এ পর্ষদের সভাপতি। আরো পড়ুন