১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তরিত হয়েছে সিপিটিইউ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩ সালের ৩২ নম্বর আইন, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি অ্যাক্ট ২০২৩ এর অধীনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) হিসেবে রূপান্তরিত হয়েছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। আরও উন্নত সেবা প্রদান এবং দেশের সরকারি ক্রয় পরিবেশের উন্নতির লক্ষ্যে সরকার সিপিটিইউকে বিপিপিএতে রূপান্তর করেছে। ... ২০২৩ সালের ৫ জুলাই তারিখে মাননীয় পরিকল্পনামন্ত্রী জাতীয় সংসদে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বিল ২০২৩ উত্থাপন করেন। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর বিলটি জাতীয় সংসদে পাস হওয়ার পর ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তা মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং আইনটি সর্বসাধারণের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশিত হয়। আইনটি অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রতিষ্ঠিত হয়েছে। সিপিটিইউর সকল নথিপত্র এবং যোগাযোগ এখন থেকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর বলে গণ্য হবে। আইনের আওতায় বিপিপিএ’র পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এ পর্ষদের সভাপতি। আরো পড়ুন
১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তরিত হয়েছে সিপিটিইউ

To establish a transparent, sustainable, and efficient public procurement system through innovation, ethical practices, and the inclusion of economic, social, and environmental considerations.
মাননীয় উপদেষ্টা

ওয়াহিদউদ্দিন মাহমুদ
মাননীয় উপদেষ্টা
প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব)

এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ
প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব)
Close

..

পিপিআর, ২০২৫ জারি হওয়ার পূর্বদিন পর্যন্ত যে সকল ক্রয়কারী তাদের ক্রয়কার্যের দরপত্র বিজ্ঞপ্তি বা আগ্রহব্যক্তকরণের অনুরোধপত্র জারি করেছেন, তাদের ক্ষেত্রে পূর্বতন পিপিআর, ২০০৮ প্রযোজ্য হইবে। পিপিআর, ২০২৫ জারি হওয়ার তারিখে দরপত্র বিজ্ঞপ্তি ও দরপত্র দলিল জারি হওয়ার পূর্বাবস্থায় কোনো ক্রয়কারী ক্রয়ের যে ধাপেই থাকুক না কেনো, তাদের পিপিআর, ২০২৫ অনুসরণে ক্রয়কার্যের সকলধাপ প্রতিপালন করতে হবে।