সচিব, আইএমই বিভাগ
25/02/2025 12:00 AM
মোঃ তাজুল ইসলাম
সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) সচিব হিসেবে যোগদান করেছেন জনাব মো. তাজুল ইসলাম।
২৬ ফেব্রুয়ারি ২০২৫ আইএমইডিতে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ৮ ফেব্রুয়ারি ২০২১ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ১১তম ব্যাচের কর্মকর্তা জনাব মো. তাজুল ইসলাম তাঁর কর্মজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিআরটিসিতে যোগদানের পূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।
সিভিল সার্ভিসে দীর্ঘ চাকুরি জীবনে তিনি মাঠ প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিআরটিসিতে দায়িত্ব পালনকালে তিনি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধি, ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং যাত্রীসেবা উন্নতকরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।