News
Title | : | মাননীয় পরিকল্পনা মন্ত্রী আইএমই বিভাগে প্রশিক্ষণের সনদ বিতরণ করেছেন |
---|---|---|
Description | : | মাননীয় পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এফসিএ এমপি ০৯ আগস্ট ২০১৮ তারিখে আইএমই বিভাগ কর্তৃক আয়োজিত “প্রকল্প ব্যবস্থাপনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন” শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের ২৩জন কর্মকর্তা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আইএমই বিভাগ কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের শেষদিনে সনদ বিতরণ অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব মো. মফিজুল ইসলাম, সচিব, আইএমই বিভাগ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভাগের বিভিন্ন সেক্টরের মহাপরিচালকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাগণ এ উপলক্ষ্যে আইএমই সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। শেষ দিনে সকালের অধিবেশনে সরকারি ক্রয় বিষয়ক দুটি ক্লাস পরিচালনা করেন সিপিটিইউ মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব ফারুক হোসেন এবং সিপিটিইউ’র পরিচালক (উপসচিব) জনাব শীষ হায়দার চৌধুরী। বিকেল ৩টায় সনদ বিতরণের পূর্বে আইএমই বিভাগের সচিব সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাননীয় পরিকল্পনা মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সবাইকে একসাথে নিয়ে আমরা আমাদের ২০৪১ এর লক্ষ্যে পৌঁছাতে চাই”। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখান থেকে গত তিনদিনের প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগাবেন”। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রসংগ টেনে মন্ত্রী বলেন বিশ্বের ১৯৮টি দেশের মধ্যে ১০ বছর পূর্বে বাংলাদেশের অবস্থান ছিল ৫৮তম। এখন তা হয়েছে ৪২তম। তিনি আশা প্রকাশ করে বলেন, “২০৩০ সালের মধ্যে আমরা মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে হবো ২২তম”। বক্তৃতা শেষে মন্ত্রী প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাগণের মাঝে সনদ বিতরণ করেন। |
Publication Date | : | 12/08/2018 |