News
Title | : | সিপিটিইউ প্রমিত দরপত্র দলিলসমূহ বাংলায় অনুবাদ করছে |
---|---|---|
Description | : | সিপিটিইউ প্রমিত দরপত্র দলিলসমূহ (Standard Tender Documents) পর্যায়ক্রমে বাংলায় অনুবাদ করার উদ্যোগ গ্রহন করেছে। এর অংশ হিসেবে ৩০ জুলাই ২০১৮ MIDAS এর সংগে সিপিটিইউ একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় বেশ কয়েকটি STDs বাংলায় অনুবাদ করা হবে। সিপিটিইউ এর মহাপরিচালক মো. ফারুক হোসেন ও MIDAS এর ব্যবস্হাপনা পরিচালক ড. এ এস এম মশি-উর- রহমান নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পাঁচ মাস মেয়াদী এ চুক্তির আওতায় ১০টি STDs ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা হঢ্ছে। একই সংগে পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮(সকল সংশোধনীসহ) বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করা হচ্ছে। |
Publication Date | : | 07/08/2018 |