News
Title | : | প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫ বিষয়ে আইএমইডি কর্মকর্তাদের নিয়ে বিপিপিএ-এর কর্মশালা |
---|---|---|
Description | : | বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এনইসি সম্মেলন কক্ষে প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব জনাব মো. কামাল উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের সচিব জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। আইএমইডি ও বিপিপিএ-এর ১২০ জনেরও অধিক কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্দেশ্য ছিল প্রস্তাবিত বিধিমালার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা। বিস্তৃত পরিসরে অংশীজনদের সাথে পরামর্শ শেষে প্রস্তাবিত পিপিআর, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান পিপিআর ২০০৮–এর বহু বিধান সংশোধনের পরিবর্তে নতুন ও সমন্বিত বিধিমালা প্রণয়নের সুপারিশ করেছেন অংশীজনরা। সরকারি ক্রয় আইন (পিপিএ), ২০০৬-এর সংশোধনের ফলে এ সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয় । ২০২৫ সালের ৪ মে সরকারি গেজেটে প্রকাশিত সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে উক্ত সংশোধন জারি করা হয়। এ প্রসঙ্গে আইএমইডি সচিব বলেন, “সরকারি ক্রয় ব্যবস্থায় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে পিপিএ, ২০০৬ ইতোমধ্যে সংশোধিত হয়েছে এবং পিপিআর, ২০০৮-এর পরিবর্তে প্রস্তাবিত পিপিআর, ২০২৫ প্রবর্তন করা হবে। পাশাপাশি দেশে একটি পাবলিক প্রকিউরমেন্ট ইনস্টিটিউট গঠনের বিষয়টিও আমরা বিবেচনা করছি।” বিপিপিএ’র সিইও বলেন, “আমরা আশা করছি, খুব শিগগিরই প্রস্তাবিত পিপিআর, ২০২৫ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।” তিনি প্রস্তাবিত বিধিমালা প্রণয়নের পটভূমি, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। কর্মশালায় বিপিপিএ-এর পরিচালক জনাব শাহ ইয়ামিন-উল-ইসলাম প্রস্তাবিত বিধিমালার গুরুত্বপূর্ণ দিকসমূহ নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। গত দুই মাসে বিপিপিএ আয়োজিত বিভিন্ন পরামর্শমূলক কর্মশালাতেও তিনি একই ধরনের উপস্থাপনা দিয়েছেন। কর্মশালাটি পরামর্শক হিসেবে ব্যবস্থাপনা করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)।
|
Publication Date | : | 15/09/2025 |