News

Title : প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫ বিষয়ে সাংবাদিকদের অবহিত করল বিপিপিএ
Description :

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫-এর গুরুত্বপূর্ণ দিকগুলো সাংবাদিকদের অবহিত করেছে। এ উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সম্মেলন কক্ষে বিপিপিএ এক কর্মশালার আয়োজন করে।

দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থার ৫০ জনেরও অধিক সাংবাদিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কর্মশালাটির ব্যবস্থাপনা করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)। গত দুই মাস ধরে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রস্তাবিত পিপিআর, ২০২৫ নিয়ে যে ধারাবাহিক পরামর্শ সভা চলছে, তারই অংশ হিসেবে এ কর্মশালা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব জনাব মো. কামাল উদ্দিন। বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ কর্মশালায় সভাপতিত্ব করেন।

বিপিপিএ-এর পরিচালক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম সাংবাদিকদের সামনে প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেন। তিনি এর আগে বিপিপিএ আয়োজিত প্রতিটি পরামর্শ সভায়ও এ বিষয়ে উপস্থাপনা তুলে ধরেছেন।

আইএমইডি সচিব বলেন, সাংবাদিকদেরকে চলমান সরকারি ক্রয় সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর পটভূমি, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

প্রস্তাবিত পিপিআর, ২০২৫ খসড়া প্রস্তুত করা হয়েছে ২০০৬ সালের সরকারি ক্রয় আইন সংশোধনের ধারাবাহিকতায়। ওই সংশোধনটি সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে আনা হয়, যা ৪ মে ২০২৫ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়।

বিদ্যমান সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮-কে সংশোধিত সরকারি ক্রয় আইন, ২০০৬-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বাধ্যবাধকতা রয়েছে। বিভিন্ন পরামর্শ সভায় অংশীজনদের পক্ষ থেকে বিধিতে অনেক বেশি পরিবর্তনের প্রস্তাব আসায় ২০০৮ সালের বিধিমালা সংশোধনের বদলে একটি নতুন বিধিমালা প্রণয়ন অধিকতর কার্যকর মনে করা হয়েছে। সে কারণেই বিপিপিএ প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর খসড়া প্রণয়ন করেছে।

 

Publication Date : 11/09/2025