News
Title | : | বিবেক কাজে লাগিয়ে জ্ঞান অর্জন ও তা প্রয়োগ করতে হবে: আইএমইডি সচিব |
---|---|---|
Description | : | পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব জনাব মো. কামাল উদ্দিন দেশে সরকারি ক্রয়ের ক্ষেত্রে জ্ঞান অর্জন ও প্রয়োগে বিবেক কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি ১৫ জুলাই ২০২৫ তারিখে মুন্সীগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি)-এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের ‘ওপেন ফোরাম, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির আওতাধীন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব এস. এম. মঈন উদ্দীন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রয় প্রশিক্ষক ও বিপিপিএ-এর পরিচালক (যুগ্ম সচিব) জনাব মো. মাহফুজার রহমান, এমসিআইপিএস, এবং বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) জনাব শেখ মুহাম্মদ রেফাত আলী। সচিব তাঁর বক্তব্যে বলেন, “মিথ্যাকে বর্জন করতে হবে এবং সত্যকে গ্রহণ করতে হবে। ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় থাকতে হবে।” প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে সিইও বলেন, “এই প্রশিক্ষণ ক্রয়নীতির ওপর আত্মবিশ্বাস বাড়ায়। জনগণের অর্থ ব্যয়ে বিচক্ষণতা অবলম্বন করতে হবে এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।” তৃতীয় ব্যাচের এই আবাসিক প্রশিক্ষণ শুরু হয় ২৮ জুন ২০২৫ তারিখে। এতে বিভিন্ন সরকারি ক্রয়কারী সংস্থা থেকে মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন, যার মধ্যে দুইজন নারী কর্মকর্তা রয়েছেন। তিন সপ্তাহব্যাপী সরকারি ক্রয় ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচিটি ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ইএসসিবির রমনা ও গজারিয়া ক্যাম্পাসে একযোগে পরিচালিত হচ্ছে। এর মধ্যে আবাসিক প্রশিক্ষণ গজারিয়া ক্যাম্পাসে এবং অনাবাসিক প্রশিক্ষণ ঢাকায় ইএসসিবির রমনা ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। এই নিবিড় প্রশিক্ষণ উদ্যোগটি বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিপিপিএ-এর ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এটি সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১২টি অনাবাসিক ও ৩টি আবাসিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বিপিপিএ ও ইএসসিবির মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, যা ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে, তার আওতায় মোট ১১টি আবাসিক ও ৩০টি অনাবাসিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। |
Publication Date | : | 16/07/2025 |