News

Title : সরকারি ক্রয় বিষয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান
Description :

সরকারি ক্রয় বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করার জন্য সরকারি কর্মকর্তাগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব জনাব মো. কামাল উদ্দিন ।

১০ মে ২০২৫ তারিখে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত “বেসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিন সপ্তাহের এ ১০ম প্রশিক্ষণটি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)- এর ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর সিটি ক্যাম্পাসে শুরু হয়েছে। ২৮ মে ২০২৫ তারিখে প্রশিক্ষণটি শেষ হবে। এ ক্যাম্পাসে সরকারি কর্মকর্তাদের জন্য মোট অনুষ্ঠিতব্য ৪১টি কোর্সের মধ্যে এ পর্যন্ত ৯ টি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মির্জা আশফাকুর রহমান।বিপিপিএ’র পরিচালক জনাব  মো. মাহফুজার রহমান, শেখ মুহাম্মদ রেফাত আলী এবং ইএসসিবি’র রেক্টর জনাব মো. আশরাফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপিপিএ’র  প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণটি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জন্য অত্যন্ত কার্যকর। এটি তাদের জন্য ক্রয় কার্যক্রমকে আরও সহজ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তারা সরকারি ক্রয়নীতি এবং পাবলিক প্রকিউরমেন্ট আইনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জনাব শেখ আল আমিন।

দেশের বিভিন্ন সরকারি দপ্তরের ৩০ জন প্রথম শ্রেণির কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামী তিন সপ্তাহ ধরে পণ্য, কার্য ও সেবা ক্রয়ের আইন ও বিধিবিধান নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

 প্রশিক্ষণার্থীরা জানান, এ প্রশিক্ষণ সরকারি কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই প্রশিক্ষণটির কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও ফ্যাকাল্টি ট্রেইনার জনাব ড. তাওহীদ হাসান।

Publication Date : 12/05/2025