News

Title : প্রবন্ধ আহ্বান: জমার শেষ তারিখ: ১৫ মে, ২০২৫
Description :

7th World Bank/ODI Global/IFS Public Finance Conference ৭ম বিশ্বব্যাংক/ODI গ্লোবাল/IFS পাবলিক ফাইন্যান্স সম্মেলন, স্থান: লন্ডন, যুক্তরাজ্য, তারিখ: ২৫–২৬ সেপ্টেম্বর, ২০২৫।

বিশ্বব্যাংক, ODI গ্লোবাল এবং IFS-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বার্ষিক পাবলিক ফাইন্যান্স সম্মেলন গবেষক, নীতিনির্ধারক এবং উন্নয়ন পেশাজীবীদের একত্রিত করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য প্রাসঙ্গিক আধুনিক ও প্রাসঙ্গিক জনআর্থিক (public finance) গবেষণা বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে।

এবারের সম্মেলনের জন্য নিম্নলিখিত বিষয়সহ জন আর্থিক ব্যবস্থাপনার সকল ক্ষেত্র থেকে প্রবন্ধ আহ্বান করা হচ্ছে: কর নীতি ও প্রশাসন (Tax Policy and Administration), ভর্তুকি, মজুরি বিল সংস্কার (Subsidies and Compensation/Wage Bill Reforms), রাজনীতিক অর্থনীতি ও রাজস্ব সংস্কার (Political Economy of Fiscal Reforms), সরকারি আর্থিক ব্যবস্থাপনা (Public Financial Management), সরকারি পণ্য ও সেবা প্রদান ও ক্রয় ব্যবস্থা (Public Goods Provision and Procurement), নগদ সহায়তা, সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি (Cash Transfers, Social Protection, and Poverty Alleviation), আয় বৈষম্য হ্রাস বিষয়ক উদ্যোগ (Inequality Reduction Programs)।

Publication Date : 07/05/2025