News

Title : বিপিপিএ ই-জিপি বিষয়ক সচেতনতা কর্মশালা উপজেলা পর্যায়ে নিয়ে গেছে
Description :

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপি) এর আওতায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিপিপিএ এ সচেতনতা কার্যক্রমগুলি উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে। একই সাথে, ই-জিপি সচেতনতা কর্মশালাগুলি জেলা পর্যায়েও অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) বিপিপিএ’র পরামর্শক হিসেবে এই কর্মশালাগুলি পরিচালনা করছে।

এর অংশ হিসেবে, ৯ জুন ২০২৪ তারিখে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বিপিপিএ’র কার্যক্রম এবং ই-জিপি বিষয়ে একটি সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়। বিপিপিএ’র পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোঃ আকনুর রহমান পিএইচডি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মফিজুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন এবং সহকারী কমিশনার (ভূমি) শিলা রাণী মোদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিসিসিপি’র সহকারী পরিচালক জনাব আবদুস সালাম কর্মশালাটি সঞ্চালনা করেন এবং বিসিসিপি’র উপ-পরিচালক জনাব বাদল কে হালদার কর্মশালায় বক্তব্য রাখেন। স্থানীয় ক্রয়কারী সংস্থা, দরপত্রদাতা, মিডিয়া, এনজিও এবং শিক্ষকদের প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন। ১০ জুন ২০২৪ তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একই ধরনের আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

Publication Date : 09/06/2024