News

Title : টাঙ্গাইলে বিপিপিএ, ই-জিপি বিষয়ক কর্মশালা
Description :

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার দেশে একটি সম্পূর্ণ ডিজিটাইজড প্ল্যাটফর্মের মাধ্যমে টেকসই সরকারি ক্রয় (এসপিপি) ব্যবস্হা প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করছে।

এরই অংশ হিসেবে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমে সামগ্রিক ক্রয় ব্যবস্থাপনা কার্যকরভাবে তদারকি করার জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) গঠন করা হয়েছে।

টাঙ্গাইলে অনুষ্ঠিত বিপিপিএ’র কার্যাবলী এবং ই-জিপি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিপিপিএ’র পরিচালক (যুগ্ম সচিব) জনাব আকনুর রহমান (PhD)।
৯ মে ২০২৪ তারিখে টাঙ্গাইল সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব কায়সারুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিপিপিএ’র উপ-পরিচালক জনাব আফরোজা পারভীন।

অনুষ্ঠানের ব্যবস্হাপনায় নিযুক্ত বিসিসিপির উপ-পরিচালক মেহের আফরোজ এবং সহকারী পরিচালক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহন করেন টাঙ্গাইলের বিভিন্ন সরকারি ক্রয়কারী সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকসহ   দরপত্রদাতারা।

Publication Date : 10/05/2024