News
Title | : | স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়াতে ভূমিকা রাখবে ‘সরকারি ক্রয় বাতায়ন’ |
---|---|---|
Description | : | সরকারি ক্রয় বাতায়নের মাধ্যমে সরকারি ক্রয়ের নানা তথ্য নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই পোর্টাল থেকে ক্রয় সম্পর্কিত বিভিন্ন দিক জানতে পারছেন নাগরিকরা। নাগরিক, নীতি নির্ধারক, ক্রয়কারী, দরপত্রদাতা ও বিশেষজ্ঞরা এখান থেকে তথ্য নিয়ে সরকারি ক্রয় পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারেন। এর মাধ্যমে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও অনেক বাড়ানো সম্ভব। ২৮ নভেম্বর ২০২৩ তারিখে রাজধানীতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সিপিটিইউর পরামর্শক প্রতিষ্ঠান ডিনেটের ব্যবস্হাপনায় ‘সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে সিটিজেন পোর্টাল’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট (ডাইম্যাপ) প্রকল্পের আওতায় এ সেমিনার আয়োজন করা হয়। সিপিটিইউর মহাপরিচালক জনাব মো: শোহেলের রহমান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইএমইডির সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মি. নাগারাজু দুথালুরি। স্বাগত বক্তব্য দেন সিপিটিইউর পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মির্জা আশফাকুর রহমান। অনুষ্ঠানে সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা ও সরকারি ক্রয় বাতায়ন বিষয়ে একটি উপস্থাপনা দেন সিপিটিইউর পরামর্শক প্রতিষ্ঠান ডিনেটের ডাটা এনাটিলিকিস এক্সপার্ট জনাব আন্দালিব বিন হক। টেকসই সরকারি ক্রয় নীতি (এসপিপি) প্রয়োগ বিষয়ে উপস্থাপনা দেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোহাম্মদ আতিকুর রহমান। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি ক্রয়কারী সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রতিবছর উন্নয়ন বাজেটে বরাদ্দ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সরকারি ক্রয়ে ব্যয়ের পরিমাণ। বর্তমানে জাতীয় বাজেটের প্রায় এক তৃতীয়াংশ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৮০ শতাংশই ব্যয়ে হচ্ছে সরকারি ক্রয়ে। বড় অঙ্কের এই ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নাগরিক সম্পৃক্ততা। কারণ নাগরিকদের অর্থে ও তাদের জন্যই এই সরকারি ক্রয়। অনুষ্ঠানে জানানো হয়, সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, প্রতিযোগিতা, অর্থের অর্থমূল্য নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে সিপিটিইউ। নাগরিক সম্পৃক্ততাও এসব উদ্যোগের অংশ। সিপিটিইউ সরকারি ক্রয়ের তথ্য নাগরিকদের জানাতে ‘সরকারি ক্রয় বাতায়ন (citizen.cptu.gov.bd)’ নামে সিটিজেন পোর্টাল চালু করেছে। এর মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত তথ্যপ্রাপ্তির সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে সরকারি ক্রয়ে নাগরিক পর্যবেক্ষণ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ক্রয় বাতায়ন থেকে সহজেই সারাদেশের পণ্য, কার্য ও সেবা ক্রয় সম্পর্কিত নানা তথ্য পাচ্ছেন নাগরিকরা। এতে আছে সরকারি ক্রয়ের কেপিআই বা গুরুত্বপূর্ণ সূচকগুলোর সাম্প্রতিক সময়ের অবস্থা দেখার সুযোগ। পোর্টালের তথ্যগুলো সরাসরি আসছে সরকারের ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি সিস্টেম থেকে। প্রধান অতিথির বক্তব্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, বর্তমানে সারাদেশে এডিপির আওতায় প্রায় ১৪০০ প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে ৮০ থেকে ৮৫ শতাংশই ব্যয় হয় ক্রয়ে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়াতে পারলে দুর্নীতি-অনিয়ম আর থাকবে না। এজন্য নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নাগরিকদের তথ্য জানাতেই সরকারি ক্রয় বাতায়ন চালু করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে নাগরিকদের এই পোর্টালের বিষয়ে জানাতে উদ্যোগ নেওয়া হবে। বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মি. নাগারাজু দুথালুরি বলেন, সরকারি ক্রয়ে দুর্নীতি-অনিয়ম হওয়ার আশঙ্কা থাকে। সিটিজেন পোর্টালের মাধ্যমে সরকারি ক্রয়ের তথ্য নাগরিকরা জানতে পারছেন। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা অবশ্যই বাড়বে। ভবিষ্যতে চুক্তি ব্যবস্থাপনা সম্পর্কিত বিস্তারিত তথ্য এই পোর্টালে পাওয়া গেলে নাগরিকরা এ সম্পর্কে আরও বেশি আগ্রহী হবে। এটি খুবই সাহসী একটি উদ্যোগ। সিপিটিইউর মহাপরিচালক জনাব মো: শোহেলের রহমান চৌধুরী বলেন, নাগরিকদের করের টাকায় কী ক্রয় করা হচ্ছে- তা জানার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবেই সরকারি ক্রয় বাতায়ন চালু করেছে সিপিটিইউ। কিছু গোপনীয় ও স্পর্শকতার তথ্য ছাড়া সরকারি ক্রয়ের বাকি সব তথ্য ধীরে ধীরে সরকারি ক্রয় বাতায়নে দেওয়া হবে। সরকারি ক্রয় বিষয়ে নাগরিকদের মতামত নেওয়ার উদ্যোগও থাকছে। এর ফলে দেশের সরকারি ক্রয় ব্যবস্থা আরও বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। স্বাগত বক্তব্যে সিপিটিইউর পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মির্জা আশফাকুর রহমান বলেন, সরকারি ক্রয় বাতায়ন এখন ক্রয় সংক্রান্ত তথ্য পাওয়ার বড় একটি উৎস। নাগরিক, নীতি নির্ধারক, ক্রয়কারী সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষক, গণমাধ্যম, ছাত্রছাত্রীসহ সবারই কাজে আসবে এই পোর্টাল।
|
Publication Date | : | 29/11/2023 |