News
Title | : | সরকারি ক্রয়ের ডিজিটাইজেশন স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে |
---|---|---|
Description | : | সরকারি ক্রয়ের ডিজিটাইজেশন স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের প্রত্যয়ে সরকারি ক্রয় প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাইজড করার মাধ্যমে সময় ও অর্থের সাশ্রয় করে টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকার কাজ করছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) অন্যতম নির্দেশক হচ্ছে সরকারি ক্রয়ে ডিজিটাইজেশন, যা পরিবেশ দূষণ কমাতে এবং অর্থের অর্থমূল্য অর্জন করতে কার্যকর ভূমিকা রাখবে। সে লক্ষ্যে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ে সংশ্লিষ্ট সবার মাঝে সচেতনতা তৈরি করছে সরকার। গত ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ইলেকট্রনিক গর্ভমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর পরিচালক (যুগ্মসচিব) মো. আকনুর রহমান, পিএইচডি। সরকারি ক্রয়ে স্বচ্ছতার মাধ্যমে দেশে টেকসই উন্নয়ন নিশ্চিতে সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সিপিটিইউ এ কর্মশালার আয়োজন করে। বিশ্বব্যাংকের অর্থায়নে সিপিটিইউ’র ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপি)-এর আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর ব্যবস্হাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুছাম্মৎ শাহীনা আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিপিটিইউ’র পরিচালক (উপসচিব) লাবনী চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিসিসিপির প্রোগ্রাম ডিরেক্টর ডা. জিনাত সুলতানা ই-জিপি সম্পর্কে একটি উপস্থাপনা পেশ করেন। তিনি সিটিজেন পোর্টাল এবং সকল স্তরের মানুষের জন্য এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিসিসিপি’র প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার ক্রয়কারী সংস্থার প্রতিনিধি, দরপত্রদাতা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আকনুর রহমান বলেন, জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে সরকারি ক্রয়ে পূর্ণাঙ্গ ডিজিটাইজেশনের উদ্দেশ্যে সিপিটিইউ ই-জিপি সিস্টেমে বিভিন্ন ফিচার যুক্ত করেছে। এগুলোর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ই-জিপি বিষয়ক উপস্থাপনায় দেশের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে নাগরিকদের ধারণা দিতে ই-জিপি পোর্টাল ও সিটিজেন পোর্টালকে (সরকারি ক্রয় বাতায়ন) আরও ব্যাপকভাবে সবার কাছে তুলে ধরার ওপর জোর দেয়া হয়।
|
Publication Date | : | 04/09/2023 |