News
Title | : | সরকারি ক্রয়ে স্বচ্ছতা বেড়েছে: নারায়ণগঞ্জে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত |
---|---|---|
Description | : | ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) এর পূর্ণ ডিজিটাইজেশনের ফলে সরকারি ক্রয় এখন আরও স্বচ্ছ জবাবদিহিমূলক হয়ে উঠেছে। বহুল প্রত্যাশিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি প্রতিষ্ঠার পর এই সিস্টেমের কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা ইতিমধ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন ২০২৩-এর খসড়া অনুমোদন করেছে। এর মাধ্যমে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) একটি অথরিটিতে রূপান্তরিত হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সিপিটিইউ’র পরিচালক (যুগ্ম সচিব) জনাব মো. মাহফুজার রহমান সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ে সাংবাদিকদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। ২১ মার্চ ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রোগ্রামে তিনি বলেন, নোডাল এজেন্সি সিপিটিইউ বর্তমানে আইএমইডি’র একটি ইউনিট হিসেবে কাজ করছে। এটি একটি অথরিটিতে রূপান্তরিত হবে। প্রাথমিকভাবে ঢাকায় আলাদা সদর দপ্তর এবং পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় শাখা থাকবে। পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপিপি) এর আওতায় ই-জিপি বাস্তবায়ন করছে । বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিপিটিইউ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। বিসিসিপি ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসিপির মিডিয়া বিশেষজ্ঞ জনাব গোলাম শাহনী। অনুষ্ঠানে দুটি উপস্থাপনা করা হয়। মো. মাহফুজার রহমান "পাবলিক প্রকিউরমেন্ট, রিফর্মস অ্যান্ড আইডিয়াস অন ডিজিটাইজেশন" শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ডিনেট টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের প্রধান আন্দালিব বিন হক "পাবলিক প্রকিউরমেন্ট সিটিজেন পোর্টাল এবং নাগরিক সম্পৃক্ততায় সচেতনতা" বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি মো. মাহফুজার রহমান ওরিয়েন্টেশন প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে সাংবাদিকরা সরকারি ক্রয় পদ্ধতি ও নিয়ম সম্পর্কে ধারণা পাবেন। ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সম্পর্কে বিস্তারিত শেয়ার করে তিনি বলেন, ই-জিপি এখন পণ্য, কার্য্য ও সেবা ক্রয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। ই-জিপির ফলে সরকারি ক্রয় কার্যক্রমের জন্য একটি জাতীয় ওয়েব পোর্টাল এবং একটি কেন্দ্রীয় ডাটাবেস প্রতিষ্ঠিত হয়েছে। ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ই-জিপির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, ই-জিপি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সিপিটিইউ ও অন্যান্য ক্রয়কারী সংস্থার সদর দপ্তরে ই-জিপি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে বলে তিনি জানান। সরকারি অর্থ ব্যবহার করে পণ্য, কার্য্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে ই-জিপি ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ব্যবহারের জন্য একটি নীতিমালা রয়েছে। তিনি ই-জিপিতে যোগ করা গুরুত্বপূর্ণ কিছু মডিউলের উল্লেখ করে বলেন যে, আগে ২০২২ সাল পর্যন্ত ই-জিপির মাধ্যমে অ্যাওয়ার্ডের বিজ্ঞপ্তি জারি করা পর্যন্ত সম্ভব ছিল। এখন চুক্তি ব্যবস্থাপনা পর্যন্ত ই-জিপির মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, বাংলাদেশে আর টেন্ডারবাজির বিষয় খুব একটা লক্ষ্য করা যায় না। প্রধানমন্ত্রী ক্রয় ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছেন যা টেন্ডারবাজি ও অনিয়ম দূর করেছে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় কোন অনিয়ম পাওয়া গেলে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ত্রুটি থাকলে সে বিষয়ে সংবাদ প্রকাশ করার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন। যাতে জনগণ ও নীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা সেগুলি সম্পর্কে জানতে পারেন। "এই ওরিয়েন্টেশন সাংবাদিকদের জন্য একটি ডিগ্রি হিসাবে বিবেচিত হবে," উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর দেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার জন্য এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার মাসে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের বীর শহীদ, জাতীয় চার নেতা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের। অনুষ্ঠানে সরকারি ক্রয়, ই-জিপি ও বাংলাদেশের উন্নয়নের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। |
Publication Date | : | 27/03/2023 |