News
Title | : | স্মার্ট বাংলাদেশ গঠনে টেকসই সরকারি ক্রয়ের ওপর গুরুত্বারোপ: সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ে ময়মনসিংহে সাংবাদিকদের ওরিয়েন্টেশন |
---|---|---|
Description | : | জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সময়মত প্রকল্প কাজ সম্পন্ন করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার টেকসই সরকারি ক্রয়ের দিকে জোর দিচ্ছে। আর টেকসই সরকারি ক্রয় বাস্তবায়ন স্মার্ট বাংলাদেশ গঠনের প্রক্রিয়াকে সহায়তা করবে । সরকারি ক্রয় সহজ ও ঝামেলামুক্ত করার জন্য পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ (আএমইডি)-এর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বিশ্বব্যাংকের অর্থায়নে ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপিপি) এর আওতায় ই-জিপি বাস্তবায়ন করছে । এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য ৫ মার্চ ২০২৩ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্ষালয়ে সাংবাদিকদের জন্য একটি সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সিপিটিইউ-এর পরিচালক ও যুগ্ম সচিব মো. মাহফুজার রহমান প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম। অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। সহকারি কমিশনার মনোরন্জন বর্মন এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশনস প্রোগ্রাম (বিসিসিপি) কনসালটেন্ট হিসাবে সিপিটিইউ আয়োজিত অনুষ্ঠানটির আয়োজনে সহায়তা দেয়। সরকারি ক্রয় , ই-জিপি এবং উন্নয়ন কর্মকান্ডের ওপর গুরুত্ব সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে ই-জিপি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয় এবং আলোচনা করা হয়। ডঃ জিনাত সুলতানা, প্রোগ্রাম ডিরেক্টর, বিসিসিপি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং মেহের আফরোজ, কনসালটেন্ট, বিসিসিপি, ই-জিপি সম্পর্কে একটি উপস্থাপনা করেন। ডিনেট-এর টেকনোলজি এন্ড ইনোভেশনের প্রধান আন্দালিভ বিন হক সিপিটিইউ-এর সরকারি ক্রয় বাতায়নের উপর একটি উপস্থাপনা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিসিপির প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুস সালাম।
ইজিপির মাধ্যমে সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণকারীদের মাঝে সমআচরণ ও প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে মাহফুজার রহমান বলেন,সরকারি ক্রয় ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন সরকারি অর্থে হচ্ছে। তাই টেকসই উন্নয়ন শতভাগ বাস্তবায়নে প্রত্যেক নাগরিকের জানার অধিকার রয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তিনি প্রতিটি উন্নয়ন, দরপত্র, অনিয়ম, দুর্নীতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তাদের প্রতিবেদনের মাধ্যমে সরকারকে সেসব অবহিত করতে আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই পংক্তির উদ্ধৃতি দিয়ে বলেন, এ মুক্তি বলতে জাতির জনক আমাদের অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন। সেই অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।এ জন্য নানা পরিকল্পনা নেয়া হয়েছে। এই পরিকল্পনা অনুসারে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের অধিক পরিমাণে নজরদারি প্রয়োজন। তিনি বলেন, কোন ক্রটি বিচ্যুতি, অনিয়ম, দুর্নীতি পেলে সরকারকে তথা প্রশাসনকে অবহিত করবেন। টেকসই স্থায়িত্বশীল উন্নয়নে সহযোগিতা করুন, তাহলেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। এই প্রোগ্রমে উপস্থিত সাংবাদিকদের অনেকের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও ময়মনসিংহ রির্পোটাস ইউনিটির সভাপতি আলহাজ মো: শামসুল আলম খান। তারা ইজিপি টেন্ডারে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশে কর্মকর্তাদের অনীহার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, সরকারি ক্রয়নীতি পিপিআর ২০০৬ ও পিপিআর ২০০৮ অনুযায়ী বিজ্ঞাপন জাতীয় পত্রিকার পাশাপাশি স্থানীয় পত্রিকাতেও দেয়ার বিধান আছে এবং সেটা মানা না হলে তা আইনের বরখেলাপ। কোন ক্রয়কারি সংস্থা তা অনুসরণ না করলে বিধান অনুযায়ি তাদের বিরূদ্ধে যথাযথ কতৃর্পক্ষের কাছে অভিযোগ জানাতে আহ্বান জানান। সর্বোপরি সিপিটিইউ-এর কাছে জানালেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, যেকোন উন্নয়ন কাজের স্থানে যোগাযোগ করার তথ্য দেয়া থাকে এবং সাংবাদিকরা কোন অনিয়ম দেখলে সেখানে যোগাযোগ করে সঠিক চিত্র সংবাদের মাধ্যমে তুলে ধরলে সেসব অনিয়ম দূর করা সহজ হবে এবং এর মাধ্যমে সরকারের উন্নয়ন কাজ মানসম্পন্ন হবে এবং সময়মত তা সম্পন্ন করা সম্ভব হবে।
|
Publication Date | : | 09/03/2023 |