News

Title : ই-জিপি সিস্টেম আইএসও সনদ অর্জন করেছে
Description :

ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)-এর তথ্য নিরাপত্তা ব্যবস্থা আইএসও সনদ অর্জন করেছে।

সনদ প্রদান সংক্রান্ত কর্তৃপক্ষের এক সাম্প্রতিক মূল্যায়নে জানানো হয়েছে যে, আইটি অপারেশন এবং ডাটা সেন্টারের মত সুবিধাগুলো দেয়ার মাধ্যমে ই-জিপি আইএসও’র তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার আইএসও/আইইসি ২৭০০১: ২০১৩-এর সনদ প্রাপ্তির মানদন্ড পূরণ করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০২ জুন ২০১১ সালে ই-জিপি পোর্টাল উদ্বোধন করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) - সরকারি ক্রয় ডিজিটাল ব্যবস্থায় উন্নীতকরণের লক্ষ্যে ২০১১ সালের আগস্টে ই-জিপির সূচনা করে।

আইএসও’র পূর্ণ অর্থ হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এটি জাতীয় মান নিয়ন্ত্রণ সংস্থাগুলোর বৈশ্বিক একটি জোট। অনলাইনে পাওয়া তথ্য অনুসারে, আইএসও/আইইসি ২৭০০১ একটি আন্তর্জাতিক মান যা সংস্থাগুলিকে তাদের তথ্য সম্পদ আরও সুরক্ষিত রাখতে সাহায্য করে।

কোন সংস্থা আইএসও/আইইসি ২৭০০১ সনদ পেলে ধরে নেয়া হয় যে সংস্থাটি তার ক্লায়েন্টের তথ্যগুলোর নিরাপদ ব্যবস্থাপনা করছে।

সরকারি ক্রয় সংস্কারে এবং ডিজিটাল ব্যবস্থা আনয়নের ক্ষেত্রে ই-জিপিকে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

০৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত, মোট ৯৫,৬৯৬ জন দরপত্রদাতা ই-জিপিতে নিবন্ধিত হয়েছে। একই সময়সীমার  মধ্যে ই-জিপির মাধ্যমে ৫ লাখ ৫০ হাজারের বেশি দরপত্র আহ্বান করা হয়েছে।

ক্রয়কারী সংস্থা এবং দরপত্রদাতা উভয়েই ই-জিপির মাধ্যমে তাদের নিজ নিজ ক্রয় সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারে। এতে সময় ও অর্থের সাশ্রয় হয়, আবার পরিবেশও বাঁচে।

Publication Date : 07/02/2022