News
Title | : | সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে নাগরিক সম্পৃক্ততা: জনপ্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ |
---|---|---|
Description | : | সরকারি ক্রয় কার্যকর করার জন্য বিশেষ করে চুক্তি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের যুক্ত করা গুরুত্বপূর্ণ। চুক্তিগুলো ভালোভাবে বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা সমন্বয় সভায় প্রকৌশলীদের উপস্থিতিও গুরুত্ব বহন করে। ২৩ জানুয়ারী ২০২২ তারিখ সকাল ১০টায় নরসিংদীতে সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ততার উপর একটি ভার্চুয়াল কর্মশালায় এই ধরনের পরামর্শ দেওয়া হয়। সিপিটিইউ’র (CPTU) ডিম্যাপ (DIMAPPP) প্রকল্পের অধীনে বিআইজিডি (BIGD) কর্তৃক এই কর্মশালাটির আয়োজন করা হয়। সিটিজেন এনগেজমেন্ট বা, নাগরিক সম্পৃক্ততা হলো ডিম্যাপ প্রকল্পের একটি সাব-কম্পোনেন্ট যা সিপিটিইউ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। আর বিআইজিডি দেশজুড়ে ৪৮টি উপজেলায় নাগরিক সম্পৃক্ততার বিযয়টি সংগঠিত করছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব আবু হেনা মোরশেদ জামান, সচিব, আইএমইডি (IMED) এবং বিশেষ অতিথি ছিলেন জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক, নরসিংদী। এতে সভাপতিত্ব করেন সিপিটিইউর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী। সিপিটিইউর পরিচালক জনাব আজিজ তাহের খান স্বাগত বক্তব্য রাখেন। জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী, বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “সকল এলাকায় নাগরিক মনিটরিং গ্রুপের মতো নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি হলে তা উন্নয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।” জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “উন্নয়ন কাজের তদারকিতে জনপ্রতিনিধিদের আরও তৎপর হতে হবে।“ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (IMED) সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান বলেন, “প্রজাতন্ত্রের কর্মচারীদের কথায় ও কাজে সৌহার্দ্য ও সততা থাকলে জনগণও উন্নয়নে অংশগ্রহণ করবে। তাই আমাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিটিজেন এনগেজমেন্ট যা এখন একটি চারা, তা মহীরূহে পরিণত হবে।” নাগরিক পর্যবেক্ষক কমিটির সদস্য শাহিদা বলেন, “আমি এই ধরনের প্রকল্পের অংশ হতে পেরে আনন্দিত। এটি নাগরিকদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি প্ল্যাটফর্ম দিয়েছে।“ আরেকজন সদস্য মোঃ মাজহারুল ইসলাম রুপম বলেন, “এটি একটি ভালো উদ্যোগ কারণ এটি আমাদেরকে শুধু সরকারি ক্রয় প্রক্রিয়ার অংশ হতেই সক্ষম করে নি বরং পুরো প্রক্রিয়া এবং নির্মাণের উপাদান সম্পর্কে জানার সুযোগও দিয়েছে।“ দৈনিক গ্রামীণ দর্পণ-এর একজন গণমাধ্যম প্রতিনিধি কাজী আনোয়ার কামাল বলেন, “সরকার এমন একটি উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে দেখে খুবই ভালো লাগছে।“ তিনি আরও বলেন, "এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে যত বাধাই আসুক না কেন, দৃঢ় অভিপ্রায় হলে তা অতিক্রম করা সম্ভব।" খন্দকার নাজমুল ইসলাম, এক্সইএন, ইইডি, নরসিংদী বলেন, “আমি একমত যে মাঠ পর্যায়ে উন্নয়ন করার জন্য নাগরিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।” তিনি যোগ করেন, "যদি নাগরিকরা এগিয়ে আসে তাহলে আমরা একসাথে কাজ করে অনেক দূর যেতে পারি।" মোঃ শাহ আলম, সিনিয়র সহকারী প্রকৌশলী, এলজিইডি, নরসিংদী বলেন, "আগে এই ধরণের উদ্যোগ নেয়ার পূর্বে আমরা প্রকল্পগুলি নিয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সাথে আলোচনা করতাম। কিন্তু এই উদ্যোগ পুরো প্রক্রিয়াটিকে খুব সহজ করে তুলেছে।" তিনি আরও বলেন, "নাগরিকদের মতো অংশীজনের কাছ থেকে আমরা যে মতামত পেয়েছি, তা সত্যিই আমাদের কাজের উন্নতি করেছে।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব রবিউল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার, সোশ্যাল এমপাওয়ারমেন্ট অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন (SELP), ব্র্যাক। অনুষ্ঠানে সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় দরদাতা এবং জিটিএফ প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনাব মোঃ শফিউল আলম, সিনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট, সিপিটিইউ। |
Publication Date | : | 30/01/2022 |