News

Title : সরকারি ক্রয় প্রক্রিয়ায় নাগরিক সম্পৃক্ততাঃ সদস্য নির্বাচনে সতর্কতা প্রয়োজন
Description :

সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য নাগরিক গ্রুপের সদস্য নির্বাচন করা একটি জটিল এবং সংবেদনশীল বিষয়। কারণ কখনও কখনও কিছু অপ্রয়োজনীয় হস্তক্ষেপ পুরো উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।

জানুয়ারী ২০২২ তারিখে অনলাইনে অনুষ্ঠিত বগুড়া সিটিজেন এনগেজমেন্ট ফোরাম (CEF) কর্মশালায় এই ধরনের মতামত প্রাধান্য পেয়েছে। ডিম্যাপ প্রকল্পের অধীনে সিপিটিইউ পরিচালিত এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)

কর্মশালায় সভাপতিত্ব করেন সিপিটিইউর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএমই বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার ডিসি জনাব মোঃ জিয়াউল হক। স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আজিজ তাহের খান, পরিচালক, সিপিটিইউ। বিআইজিডির মিস সেলিনা আজিজ ৪৮টি উপজেলায় চলমান নাগরিক সম্পৃক্ততা কার্যক্রমের সার্বিক পরিস্থিতির ওপর মূল উপস্থাপনা করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি উভয়েই নাগরিক পর্যবেক্ষক দলের সদস্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। কয়েকজন দরদাতা একই বিষয় উল্লেখ করে বলেন যে, কখনও কখনও তাদের নিজেদের এলাকার বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হয় এবং সেখানে কিছু লোক মাঝে মাঝে বাধা দেয়ার চেষ্টা করে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, জেলা প্রশাসক সদস্যদের বাছাই করতে পারেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার নির্বাহি প্রকৌশলী বলেন, নাগরিক পর্যবেক্ষক গ্রুপের সদস্য নির্বাচনের ব্যাপারটি এখানে বেশ গুরুত্বপূর্ণ।

সিপিটিইউর মহাপরিচালক বলেছেন যে, সিপিটিইউ নাগরিক পর্যবেক্ষক গ্রুপের সদস্য নির্বাচনের বিষয়ে খুব সতর্কতবে কোনো ত্রুটি থাকলে তিনি তা অবশ্যই খতিয়ে দেখবেন।

জেলা প্রশাসক বলেন, সুশাসনের একটি সূচক হচ্ছে সরকারি ক্রয়এ ক্ষেত্রে নাগরিকদের সম্পৃক্ততা ভালো ফল বয়ে আনতে পারে। তবে পর্যবেক্ষক গ্রুপের সদস্য নির্বাচনের মাপকাঠি কি কি হবে তা নিয়ে ভাবার যথেষ্ট অবকাশ রয়েছে বলে তিনি জানান

চুক্তি পর্যবেক্ষণের মাধ্যমে কাজের গুণগত মান উন্নয়নকল্পে নাগরিকদের সম্পৃক্ততা গ্রুপের কিছু সদস্যরা তাদের প্রচেষ্টার কথা কর্মশালায় তুলে ধরেন।

উপজেলা পর্যায়ের কিছু জনপ্রতিনিধি নাগরিক সম্পৃক্ততার ধারণাকে সমর্থন করে বলেন যে, সঠিকভাবে পর্যবেক্ষন করা হলে এটি কাজের মান উন্নত করতে ভূমিকা রাখবে

সিপিটিইউর মহাপরিচালক বলেছেন যে, স্থানীয় নাগরিকদের সেই প্রশিক্ষণ এবং দায়িত্ব দেওয়া হয় যা তারা সম্পাদন করতে সক্ষম।

বর্তমানে, সারাদেশে ২৫৪টি নাগরিক গ্রুপ রয়েছে যেগুলোর অধীনে ২৫১৬ জন নাগরিক স্থানীয় পর্যায়ে চুক্তি পর্যবেক্ষণের সাথে যুক্ত। কমিউনিটি লিডার, মুক্তিযোদ্ধা, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি, ছাত্র, সমাজসেবক, কৃষক, ব্যবসায়ী ইত্যাদি বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের নিয়ে গঠন করা হয় নাগরিক পর্যবেক্ষক গ্রুপ। শুধু তাই নয়, এই গ্রুপের সদস্যদের মাঝে এক-তৃতীয়াংশ থাকেন নারীরা।

সচিব বর্ণনা করেন যে, জাতীয় বাজেট, এডিপি এবং সরকারি ক্রয়ের আকার কত দ্রুত বৃদ্ধি পেয়েছে। তিনি সিটিজেন এনগেজমেন্ট কার্যক্রমের উন্নতির জন্য বেশকিছু পরামর্শ দেন।

  • সাইনবোর্ড আরও আকর্ষণীয় এবং তথ্যবহুল করা।
  • সিটিজেন এনগেজমেন্টের ক্ষেত্রে সেরা গ্রুপ বা ইঞ্জিনিয়ারকে প্রণোদনা দেওয়া।
  • জেলা প্রশাসকেরা তাদের নিজস্ব উপায়ে ৪৮টি উপজেলার বাইরেও সিটিজেন এনগেজমেন্ট দেখাশোনা করবেন।
  • তারা চলমান সিটিজেন এনগেজমেন্ট ক্ষেত্রগুলোকেও পর্যবেক্ষনে রাখতে পারেন।
  • নাগরিকদের জন্য জেলা প্রশাসকের অফিস থেকে বিআইজিডি ওরিয়েন্টেশনে পাঠানোর জন্য প্রতিনিধি প্রেরণ করা যেতে পারে।
  • কে নাগরিক পর্যবেক্ষক গ্রুপের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেবা, হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকা।
  • একটি ইউনিফাইড/সমন্বিত মডেলের মাধ্যমে চুক্তি পর্যবেক্ষণের জন্য ভিডিও ক্লিপ দেখানো।
  • নাগরিক সম্পৃক্ততা সম্পর্কে নাগরিকদের সংবেদনশীল করার জন্য গ্রামের স্কুল, কলেজ এবং অন্যান্য জায়গায় এটি দেখানো।
  • জনপ্রতিনিধিদের এই প্রক্রিয়ায় যুক্ত করা।
Publication Date : 16/01/2022