News
Title | : | “দিনাজপুর জেলায় ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত” |
---|---|---|
Description | : | ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার দিনাজপুর জেলায় ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিপিটিইউ-এর পরিচালক ও যুগ্ম-সচিব জনাব মোঃ আজিজ তাহের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব খালেদ মোহাম্মদ জাকী, জেলা প্রশাসক, দিনাজপুর। জেলা প্রশাসক বলেন ই-জিপি এখন আর নতুন নয়। মূল বিষয় হচ্ছে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। সিস্টেমকে দোষারোপ না করে স্বচ্ছ চিন্তা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার পরিবর্তনই ই-জিপির সফল বাস্তবায়ন করতে পারে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর, জনাব মোঃ জয়নুল আবেদীন, প্রধান নির্বাহী র্কমর্কতা, জেলা পরিষদ, দিনাজপুর। স্বাগত বক্তব্য ও ই-জিপি বিষয়ক উপস্থাপনা করেন জনাব মেহের আফরোজ, ডিপুটি ডিরেক্টর, বিসিসিপি। প্রশ্নত্তোর ও মুক্ত আলোচনা পর্বটিতে অংশগ্রহণকারীরা স্বত:স্ফূর্তভাবে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ই-জিপিসহ সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করেন। সিপিটিইউ-এর পরিচালক (যুগ্ম-সচিব) জনাব মোঃ আজিজ তাহের খান উত্থাপিত প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে অংশ নেন। দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, ই-জিপিতে নিবন্ধিত দরদাতা, ই-জিপিতে নিবন্ধিত ব্যাংক কর্মকর্তা ও মিডিয়ার প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। |
Publication Date | : | 29/12/2021 |