News

Title : সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ততা উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে: সচিব
Description :

সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়নে যত বেশি নাগরিক সম্পৃক্ততা ঘটবে, তত উন্নত শাসন ও উন্নয়ন নিশ্চিত করা যাবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান ২৫ নভেম্বর ২০২১ তারিখে যশোর সার্কিট হাউসে সিপিটিইউ আয়োজিত সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ততা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন।

জনাব আবু হেনা মোরশেদ জামান বলেন, "দেশের সবাই যেন সততার চর্চা করে তা নিশ্চিত করতে হবে। তবেই সবার সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।"

তিনি উল্লেখ করেন, “বিআইজিডির গবেষণায় দেখা গেছে যে সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়ন দেখার ক্ষেত্রে নারীরাও সমানভাবে জড়িত। আমি সাধুবাদ জানাই।” অনুষ্ঠানে তাঁর বক্তব্যে সেরা নাগরিক দলকে প্রণোদনা দেওয়ার বিষয়টিও উঠে আসে।

অংশগ্রহণকারীদের মধ্যে কেউ কেউ বলেছেন যে সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ততার জন্য সরকার যে কৌশল প্রণয়ন করবে তা কারও একার নয়, সবার দায়িত্ব।

সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং পরিপূর্ণতা আনয়নের লক্ষ্যে কর্মস্থলের আশেপাশের লোকজনকে নিয়ে উপজেলায় একটি নাগরিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। তাদের দায়িত্ব হল কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে রিপোর্ট করা। এই গ্রুপটি "নাগরিক পর্যবেক্ষক দল" নামে পরিচিত।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট -এর আওতায় ২০১৯ সাল থেকে পর্যায়ক্রমে দেশের ৪৮টি উপজেলায় সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করার জন্য কাজ করছে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি এই কাজে সিপিটিইউ-এর পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে।

ডিম্যাপের অধীনে, প্রথম বছরে ২০১৯ সালে ১৬টি উপজেলা এবং দ্বিতীয় বছর ২০২০ সালে আরও ৩২টি উপজেলাসহ মোট ৪৮টি উপজেলায় সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ শুরু হয়। ব্র্যাকের কমিউনিটি এমপাওয়ারমেন্ট অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন (SELP) এই ক্ষেত্রে BIGD-এর সাথে সহযোগিতা করছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাঠপর্যায় থেকে সংগৃহীত তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত জানতে চান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, যশোর জনাব মোঃ তমিজুল ইসলাম খান বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। এক্ষেত্রে জনগণ এক ধরনের সজাগ চোখে কাজ পর্যবেক্ষণ করতে পারে।”

ডক্টর মির্জা হাসান, সিনিয়র রিসার্চ ফেলো, বিআইজিডি, “সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়নে নাগরিকের সম্পৃক্ততা এবং কর্মশালার দৃষ্টিভঙ্গি” শীর্ষক একটি প্রেজেন্টেশান উপস্থাপনা করেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর মহাপরিচালক জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী কর্মশালায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে আরও কার্যকর পদ্ধতিতে কাজ করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, অনেকে ই-জিপি এবং ক্রয় প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি সকলকে আশ্বস্ত করেন যে তিনি যতটা সম্ভব এ ধরনের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।

Publication Date : 30/11/2021