News

Title : মানিকগঞ্জে ই-জিপি নিয়ে সচেতনতামূলক কর্মশালা
Description :

মানিকগঞ্জের ডিসি অফিসের সম্মেলন কক্ষে ১০ নভেম্বর ২০২১ তারিখে সিপিটিইউ কর্তৃক একটি ই-জিপি সচেতনতা কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্দেশ্য ছিল ইলেকট্রনিক ক্রয় ব্যবস্থাকে আরও সহজ করার জন্য স্থানীয় পর্যায়ে দরপত্রদাতা, ক্রয়কারী সংস্থা এবং ব্যাঙ্কগুলির সাথে ই-জিপি সম্পর্কে ধারণা বিনিময় এবং সচেতনতা বৃদ্ধি করা। কর্মশালার সার্বিক ব্যবস্হাপনা করেছে বিসিসিপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ এবং বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস দুর-রে-শাহওয়াস।

জনাব মোঃ আকনুর রহমান, যুগ্ম সচিব, সিপিটিইউ, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কর্মশালায় পিই, দরপত্রদাতা, ব্যাংক, সুশীল সমাজ এবং মিডিয়া থেকে ৫০ এরও বেশি অংশগ্রহণকারী অংশ নেন।

 

Publication Date : 10/11/2021