News

Title : এডিপি বরাদ্দ বৃদ্ধির সাথে সরকারি ক্রয়ও বেড়েছে: আইএমইডি সচিব
Description :

সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেছেন গত দশ বছরে এডিপি বরাদ্দ প্রায় ৬ গুন বেড়েছে। সেই সংগে বেড়েছে সরকারি ক্রয়ে ব্যয়ের পরিমান।

২৮ অক্টোবর ২০২১ সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আইএমইডি কনফারেন্স কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেছেন।

সাতক্ষীরা জেলার বিভিন্ন ক্রয়কারী অফিসের কর্মকর্তা, দরদাতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাতক্ষীরা জেলার নাগরিক পর্যবেক্ষক গ্রুপের সদস্য ও স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ এই কর্মশালায় অনলাইনে অংশগ্রহন করেন।

সিপিটিইউর মহাপরিচালক জনাব মো. শোহেলের রহমান চৌধুরী আইএমইডি সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মো. হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন।

সিপিটিইউর পরিচালক জনাব মো. আজিজ তাহের খান কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালা সঞ্চালন করেন সিপিটিইউর সিনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট জনাব মো. সফিউল আলম।

বিআইজিডির প্রধান গবেষণা ফেলো ড. মির্জা হাসান সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সিপিটিইউর পক্ষে বিআইজিডি দেশের ৪৮টি উপজেলায় ২৪০টি ক্রয়চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণে স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করেছে। ২০১৯ থেকে এ পর্যন্ত ৬৮টি ক্রয়চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে। নাগরিক পর্যবেক্ষণের ফলে কাজের গুণগত মান বৃদ্ধি পেয়েছে।

 

Publication Date : 31/10/2021