News

Title : "টাঙ্গাইলে ই-জিপি সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা"
Description :

২৮ অক্টোবর, ২০২১ তারিখে টাঙ্গাইলে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তা গ্রহণের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলে ডিসি অফিস সম্মেলন কক্ষে ই-জিপি সম্পর্কে সচেতনতামূলক এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপসচিব জনাব মো. আকনুর রহমান, উপ-পরিচালক, সিপিটিইউ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আতাউল গণি, জেলা প্রশাসক, টাঙ্গাইল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুব্রত কুমার সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব সারোয়ার হোসেন।

ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিম্যাপ)-এর আওতায় সিপিটিইউ কর্মশালাটি আয়োজন করেছে। বিসিসিপি'র সহায়তায় ওই কর্মশালায় টাঙ্গাইল জেলার ক্রয়কারী সংস্থার প্রতিনিধিগণ, দরপত্রদাতা, ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ এবং মিডিয়ার প্রতিনিধিসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেছেন।

বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউ জুলাই ২০১৭ থেকে DIMAPPP (ডিম্যাপ) বাস্তবায়ন করছে।

 

 

 

Publication Date : 31/10/2021