News
| Title | : | রংপুরে সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়নে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত |
|---|---|---|
| Description | : | ৩ অক্টোবর ২০২১ তারিখে রংপুরে সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়নে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সচিব, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী, মহাপরিচালক, সিপিটিউ, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর, জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর, জনাব এ ডব্লিউ এম রায়হান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর ও জনাব বিপ্লব কুমার সরকার, এসপি, রংপুর । অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ক্রয়কারী কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় নাগরিক পর্যবেক্ষক কমিটির সদস্য, ঠিকাদার, স্থানীয় জনপ্রতিনিধিসহ সুধীজনেরা অংশগ্রহণ করেন। বক্তাগণ তাদের বক্তব্যে সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। উন্মুক্ত আলোচনা পর্বে সরকারি ক্রয় চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন পর্যবেক্ষন নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
|
| Publication Date | : | 05/10/2021 |