News

Title : সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে তথ্য: "ই-জিপির ফলে দরপত্র প্রক্রিয়াকরণের গড় সময় কমেছে ৪৩ দিন"
Description :

২৯ আগস্ট ২০২১ খুলনা বিভাগের সাংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক একটি অনলাইন ওরিন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইএমই বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট (ডাইম্যাপ) প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে সরকারি ক্রয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং এ সংক্রান্ত তথ্য প্রাপ্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিপিটিইউ মহাপরিচালক জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী বলেন, বর্তমানে দেশে সরকারি ক্রয়ে ব্যয়ের ৬৫ শতাংশ ই-জিপির মাধ্যমে হচ্ছে। ২০১১ থেকে এ পর্যন্ত ই-জিপিতে আহ্বানকৃত দরপত্রের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। প্রায় ৯০ হাজার দরদাতা ই-জিপিতে নিবন্ধিত হয়েছেন। ১৩৬২টি সরকারি ক্রয়কারী সংস্থা ই-জিপিতে নিবন্ধিত হয়েছে।

 

সিপিটিইউ মহাপরিচালক আরও জানান, ই-জিপিতে নিবন্ধন ও নবায়ন ফি এবং দরপত্র দলিল ফি বাবদ শুরু থেকে এ পর্যন্ত ১৪০৫ কোটি টাকা আয় সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ৪৯টি ব্যাংকের ৫৯৯৮টি শাখা দরদাতাদের ই-জিপি পেমেন্ট সেবা দিচ্ছে। ২০০৩ থেকে এ পর্যন্ত ৩৭ হাজার জনকে পিপিআর ও সরকারি ক্রয় কার্যক্রম বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দরদাতা ও সাংবাদিকরাও অন্তর্ভুক্ত। ২০১১ থেকে এ পর্যন্ত ই-জিপিতে ১৯ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও দরদাতারা অন্তর্ভুক্ত।

 

তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মিডিয়া রিপোর্টিং। সাংবাদিকরা যেন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সরকারি ক্রয়ের মত জটিল বিষয় সবার কাছে সহজভাবে তুলে ধরতে পারেন সেজন্যই এই ওরিন্টেশন প্রোগ্রামের আয়োজন।

 

বিশেষ অতিথির বক্তব্যে সিপিটিইউর পরিচালক জনাব আজিজ তাহের খান সরকারি ক্রয়ের ক্ষেত্রে পালনীয় বিভিন্ন ধাপ ও ই-জিপির (ডিজিটাইজিং) বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ইজিপি পোর্টাল থেকে সংবাদিকরা কীভাবে তথ্য ব্যবহার করতে পারেন- সে বিষয়ে আলোচনা করেন। একই সাথে ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের ওপর উপস্থাপনা তুলে ধরেন। এসময় তিনি জানান, ই-জিপির ফলে দরপত্র প্রক্রিয়াকরণের গড় সময় ৫৭ দিনে নেমে এসেছে। ই-জিপি চালুর আগে সময় লাগত গড়ে ১০০ দিন।

 

সরকারি ক্রয় সংক্রান্ত সংবাদ ও প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন সিপিটিইউর ডাইম্যাপের সিনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট জনাব মো: শফিউল আলম। তিনি বলেন সরকারি ক্রয় বিষয়ে ভাল রিপোর্ট লেখার জন্য সঠিক terminology ব্যবহার করতে হবে। সাদামাটা সংবাদে নিজের মন্তব্য দেওয়া যাবে না। অনুসন্ধানী রিপোর্টে সংশ্লিষ্ট সকলের মতামত অন্তর্ভুক্ত করলে বিভ্রান্তি নিরসন সম্ভব। অনেক মিডিয়া রিপোর্টে লেখা হয় পরিকল্পনা কমিশনের সিপিটিইউ। এটা সঠিক নয়। সিপিটিইউ হলো আইএমইডির একটি ইউনিট।

জনাব পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা মেজিষ্ট্র্যাট, খুলনা, ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনলাইনে যুক্ত ছিলেন।

 

এছাড়া অনুষ্ঠানে সরকারি ক্রয়ে সামাজিক সচেতনতা, সিটিজেন পোর্টাল ও নাগরিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন ডাইম্যাপের বিসিসি কম্পোনেন্টের টিম লিডার এবং বিসিসিপির সিনিয়র ডেপুটি ডিরেক্টর খাদিজা বিলকিস।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিটিইউর উপপরিচালক জনাব মোঃ নাছিমুর রহমান শরীফ এবং প্রিন্সিপাল প্রোজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট জনাব মোস্তা গাউসুল হক। কর্মশালাটি উপস্থাপনা করেন বিসিসিপির সহকারী পরিচালক বাদল কৃষ্ণ হালদার।

Publication Date : 01/09/2021