News
Title | : | MCIPS কোর্স বিষয়ে সিপিটিইউর চুক্তি স্বাক্ষর |
---|---|---|
Description | : | মেম্বার চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (MCIPS) কোর্স পরিচালনা বিষয়ে পরামর্শক সেবা নিতে ব্র্যাক ইউনিভার্সিটির বিআিইজিডির সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। গত ২২ জুন ২০২১ তারিখে সিপিটিইউর কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ডাইম্যাপ প্রকল্পের আওতায় করা চুক্তির মেয়াদ ২৬ মাস। চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (CIPS) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান। তাদের সাথে যৌথ উদ্যোগের আওতায় কোর্স পরিচালনায় পরামর্শক হিসেবে কাজ করবে বিআইজিডি। এই চুক্তির প্রাথমিক লক্ষ্য হচ্ছে সরকারি ক্রয় বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। যার মাধ্যমে দেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রয় পেশাজীবী শ্রেণি গড়ে তোলা যাবে। যাদের আন্তর্জাতিক মানের ক্রয়, চুক্তি ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকবে। ডাইম্যাপ প্রকল্পের আওতায় প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির ৭৫ জন সরকারি কর্মকর্তাকে CIPS Level-4 কোর্সের জন্য মনোনীত করা হবে। সিপিটিইউ মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
|
Publication Date | : | 23/06/2021 |