News
Title | : | বিশ্ব পাসওয়ার্ড দিবস ২০২১ ও ই-জিপি পাসওয়ার্ড সুরক্ষায় করণীয় |
---|---|---|
Description | : | গত ৬ই মে ২০২১ সারা বিশ্ব জুড়ে পালিত হল বিশ্ব পাসওয়ার্ড দিবস। প্রতি বছর মে মাসের প্রথম বৃহস্পতিবার সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের কার্যকর ও নিরাপদ পাসওয়ার্ড ব্যবহারে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে দিবসটি পালন করা হয়। ই-জিপি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবা যা ব্যবহারকারীরা নিরবিচ্ছিনভাবে ২০১১ সাল থেকে ব্যবহার করে আসছে। ই-জিপি ডাটা এবং অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ডের বিকল্প নেই। বিশ্ব পাসওয়ার্ড দিবস উপলক্ষে ই-জিপি ব্যবহারকারীদের জন্য শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড তৈরির কিছু সহজ উপায়ের উপর আলোকপাত করা হলোঃ (ক) বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও প্রতীকের সমন্বয়ে শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড তৈরি করুন (ব্যবহৃত পাসওয়ার্ড কমপক্ষে ৮ ডিজিট হওয়া সমীচীন) উদাহরনঃ noMaskn0serv!c3 (খ) নিয়মিত (ন্যূনতম ৩ মাস পর) পাসওয়ার্ড পরিবর্তন করুন। (গ) একই পাসওয়ার্ড একাধিক অনলাইন সিস্টেমে ব্যবহার করবেন না। (ঘ) ই-জিপিতে নিবন্ধিত ই-মেইলের পাসওয়ার্ড কাউকে জানাবেন না। শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আপনার ই-জিপি অ্যাকাউন্ট নিরাপদ রাখুন। ই-জিপি র যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখুন।
|
Publication Date | : | 12/05/2021 |