News

Title : সিপিটিইউতে এলসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Description :

লেটার অব ক্রেডিট বা এলসি বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্স ১৮ ফ্রেব্রুয়ারি ২০২১ তারিখে সিপিটিইউতে সমাপ্ত হয়েছে

 

গত ১৪ ফেব্রুয়ারি সিপিটিইউ কনফারেন্স কক্ষে কোর্সটি শুরু হয়সরকারি ক্রয়ে আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে চুক্তিমূল্য পরিশোধের জন্য এলসি হচ্ছে অন্যতম পদ্ধতি সিপিটিইউ কোর্সের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং অন্যান্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন রিসোর্স পারসন কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন

 

সিপিটিইউর মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা/ পরামর্শক  প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্সের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে ছিল ট্রেড সার্ভিসেস এলসি, বাংলাদেশে এলসি সংক্রান্ত অভ্যন্তরীণ প্রবিধান, এলসির বিভিন্ন ধরন, এলসি ইস্যুর বিভিন্ন আনুষ্ঠানিকতা, এলসির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, ইউসিপি ৬০০, আইএসবিপি ইউআরআর, এলসি সিম্যুলেশন এবং উন্মুক্ত আলোচনা

Publication Date : 18/02/2021