News

Title : পিপিএসসির উপকমিটির সভা অনুষ্ঠিত:সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ
Description :

সরকারি ক্রয় সংক্রান্ত পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারস কমিটি (পিপিএসসি) এর উপকমিটির একটি ভার্চুয়াল সভা গত ২৫ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়েছে ৩৮ সদস্যবিশিষ্ট মূল পিপিএসসি  এর নয় সদস্যের উপকিমিটির সভায় সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়

উপকমিটির আহ্বায়ক এবং বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সভায় সভাপতিত্ব করেন সভা পরিচালনা করেন উপকমিটির সদস্য সচিব এবং সিপিটিইউর মহাপরিচালক জনাব মো. শোহেলের রহমান চৌধুরী

সড়ক জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ গভর্নমেন্ট টেন্ডারার্স ফোরামের (বিজিটিএফ) প্রতিনিধিরা পিপিএসসির উপকমিটির সভায় অংশ নেন

পিপিএসসির বিভিন্ন কর্মর্কাণ্ডে সহযোগিতা করাই এই উপকমিটির কাজ সভায় ৪৮টি উপজেলায় সরকারি ক্রয়চুক্তিতে নাগরিক পর্যবেক্ষণের অগ্রগতি এবং পিপিএসসির পরবর্তী সভার আলোচ্যসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সিপিটিইউর ডাইম্যাপ প্রকল্পের আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি মাঠ পর্যায়ে সরকারি ক্রয়ে নাগরিক পর্যবেক্ষণের কাজ বাস্তবায়ন করছে  

সভায় বিআইজিডির . মির্জা হাসান এবং মিজ সেলিনা আজিজ সরকারি ক্রয়ে নাগরিক পর্যবেক্ষণের অগ্রগতি তুলে ধরেন সভায় বক্তারা বলেন, নাগরিক পর্যবেক্ষণের মাধ্যমে সরকারি ক্রয় বাস্তবায়নের গুণগত মান বাড়বে মাঠ পর্যায়ে ক্রয়চুক্তির বাস্তবায়নকাজ পর্যবেক্ষণে যুক্ত নাগরিকদের জন্য একটি টার্মস অব রেফারেন্স (টিওআর) বা কর্মপরিধি প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন উপকমিটির সদস্যরা পিপিআর, এসটিডি, ডিওএফপি সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন

সিপিটিইউর মহাপরিচালক বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত এসব সমস্যার বেশীরভাগ সমাধানই পিপিআর-এ রয়েছে এছাড়া কিছু বিষয়ে আইনি পরিবর্তন আনার বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে বিবেচনাধীন রয়েছে

আইএমইডির সচিব বলেন, সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্তার মূল লক্ষ্য হচ্ছে সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নের মান বাড়ানো বাস্তবায়নে গুণগত মানের ঘাটতি থেকেই এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে ক্রয়কারী এবং দরদাতাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি

তিনি বলেন, ‘সরকারি ক্রয় সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে কারণ সরকারি ক্রয় তাদের অর্থেই হয় সরকারি ক্রয়ের তথ্য নাগরিকদের জানাতে আমাদের তথ্য অধিকার আইন অনুসরণ করা প্রয়োজনতিনি জানান, নাগরিকদের সরকারি ক্রয়ের বিভিন্ন তথ্য জানাতে সিপিটিইউ সম্প্রতি একটি সিটিজেন পোর্টাল চালু করেছে

আইএমইডির সচিব পিপিআর সরকারি ক্রয় সম্পর্কিত বিষয়ে মতবিনিময়ের জন্য একটি কর্মশালার আয়োজনেরও প্রস্তাব দেন সিপিটিইউ মহাপরিচালক এই প্রস্তাবকে স্বাগত জানান তিনি বলেন, সিপিটিইউ এটি আয়োজনের চেষ্টা করবে উপকমিটির সভায় পিপিএসসির পরবর্তী বৈঠকের আলোচ্যসূচি চূড়ান্ত করা হয়  

Publication Date : 27/01/2021