News

Title : সিপিটিইউর ফেইসবুক পেইজ এখন ‘ভেরিফায়েড’
Description :

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট-সিপিটিইউর ফেইসুবক পেইজকে ভেরিফায়েড হিসেবে স্বীকৃতি দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। এই স্বীকৃতির জন্য ফেইসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে সিপিটিইউ। পাশাপাশি সাথে থাকার জন্য ক্রয়কারী, দরদাতা, নাগরিকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

সিপিটিইউর অফিসিয়াল ফেইসবুক পেইজটির (https://www.facebook.com/CPTU.gov.bd) পাশে নীল রঙের টিক চিহ্ন ( Description: facebook-verified-icon) দেয়ার মাধ্যমে সম্প্রতি এটিকে ভেরিফায়েড পেইজ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। বর্তমানে সিপিটিইউর অফিসিয়াল ফেইসবুক পেইজটিতে ফলোয়ারের সংখ্যা ৬৩ হাজারেরও বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পেইজটিতে সরকারি ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়মিত তথ্যবহুল বিভিন্ন পোস্ট দেয়া হচ্ছে। এতে ক্রয়কারী, দরদাতা ও নাগরিকরা সরকারি ক্রয় বিষয়ে তাদের মন্তব্য, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরছেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে মিথস্ক্রিয়ার সুযোগও তৈরি হয়েছে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহিতা আরও বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে সিপিটিইউ।

 

 

Publication Date : 17/01/2021