News
Title | : | সরকারি ক্রয় বিষয়ে প্রাথমিক অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন |
---|---|---|
Description | : | সরকারি ক্রয়ের সাথে যুক্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগ ও কারিগরি প্রকল্পের ব্যবস্থাপক ও ক্রয় বিষয়ক কর্মকর্তা, ক্রয় বিষয়ে প্রশিক্ষণ প্রদানকারী, সরকারি ক্রয় কার্যক্রমে যুক্ত নতুন কর্মকর্তা ও সদ্য বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ তরুণদের জন্য সরকারি ক্রয় বিষয়ে প্রাথমিক অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত ২২ ডিসেম্বর ২০২০ তারিখে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী অনলাইনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডাইম্যাপ) আওতায় এবং আইটিসি-আইলওর সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক জনাব মো. শোহেলের রহমান চৌধুরী। সিপিটিইউর ডাইম্যাপ-সিডিপির কম্পোনেন্ট ডাইরেক্টর জনাব শীষ হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন আইটিসি-আইলওর ডাইম্যাপ-সিডিপির টিম লিডার রিচার্ড লরেঞ্জ। আইটিসি-আইএলওর মিস মারিয়া ভিটোরিয়া ফ্রেঞ্চেশেলি অনলাইন প্রশিক্ষণের বিস্তারিত উপস্থাপন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত আইনি কাঠামো, আধুনিক সরকারি ক্রয় ব্যবস্থার সাংগঠনিক ও ব্যবস্থাপনা ও লো ভ্যালু প্রকিউরমেন্টসহ বিভিন্ন বিষয়ে মৌলিক ধারণা পাবেন অংশগ্রহণকারীরা। প্রাথমিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান ছাড়াও পরবর্তীতে ডাইম্যাপের আওতায় বড় প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
|
Publication Date | : | 27/12/2020 |