News

Title : “সরকারি ক্রয় কার্যক্রমকে নিজের মনে করতে হবে: আইএমইডি সচিব”
Description :

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেছেন, সরকারি ক্রয় কার্যক্রমকে নাগরিকদের নিজের কাজ মনে করতে হবে। আর এটি হলেই সরকারি ক্রয়ের মান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতার বিকল্প নেই। নাগরিকরা সরকারি ক্রয়কে নিজের মনে করতে পারলে এর ফল হিসেবে অবশ্যই ভালো কাজ ও সেবা পাওয়া যাবে।

২৯ নভেম্বর ২০২০ গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএমে সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা বিষয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে সিপিটিইউর পরামর্শক প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।

সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার বিষয়ে মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা বিনিময় এবং অংশীজনদের পরামর্শ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিপিটিইউর মহাপরিচালক জনাব মো. শোহেলের রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব এস. এম. তরিকুল ইসলাম। বিআইজিডির প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা সেলিনা আজিজের স্বাগত বক্তব্যের পর সরকারি ক্রয় প্রক্রিয়ায় নাগরিক সম্পৃক্ততা ও কর্মশালার পরিপ্রেক্ষিত সম্পর্কে উপস্থাপন করেন বিআইজিডির টিম লিডার জনাব ড. মির্জা হাসান।

সিপিটিইউ মহাপরিচালক জনাব মো. শোহেলের রহমান চৌধুরী সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার বিষয়ে জোর দিয়ে বলেন, সরকারি ক্রয়ে নাগরিকরা যত বেশি সম্পৃক্ত হবেন সরকারি ক্রয় তত বেশি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে। ডাইম্যাপ প্রকল্পের আওতায় দেশের যেসব জায়গায় সরকারি ক্রয় পর্যবেক্ষণে নাগরিকরা সম্পৃক্ত হয়েছেন, সেসব জায়গায় সরকারি ক্রয় কার্যক্রম  আগের চেয়ে অনেক বেশি ভালো হচ্ছে।

কর্মশালার প্রশ্নোত্তর পর্বে বিদ্যমান সরকারি ক্রয় প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধা, নাগরিক সম্পৃক্ততার কর্মকৌশল, সরকারি ক্রয় বিষয়ে নাগরিক, ক্রয়কারী এবং টেন্ডারারদের করণীয় ইত্যাদি বিষয় ওঠে আসে। সরকারি ক্রয়কারী অফিসের কর্মকর্তাবৃন্দ, টেন্ডারার, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধিসিহ সমাজের বিভিন্ন পেশার মানুষ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ডিজিটাইজিং ইমপ্লিমেন্টশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডাইম্যাপ) আওতায় দেশের আটটি বিভাগের ৪৮টি উপজেলায় সরকারি ক্রয়ে স্থানীয় নাগরিকদের সম্পৃক্ততার বিষয়ে কাজ করছে সিপিটিইউ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি এই কাজের জন্য সিপিটিইউর পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করছে। বিআইজিডি সরকারি ক্রয়ে নাগরিক সংশ্লিষ্টতা আনয়নের উপায় নির্ধারণের লক্ষ্যে বাস্তবায়নযোগ্য একটি কৌশল প্রণয়ন এবং সরকারি স্থানীয় নাগরিকদের মাধ্যমে সরকারি ক্রয়ের বাস্তবায়ন মনিটরিংয়ে সহায়তা করছে।  মাঠ পর্যায়ে বিআইজিডিকে সহায়তা করছে ব্র্যাকের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম (সিইপি)।

বিআইজিডি সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা নিয়ে মাঠপর্যায়ে একই সাথে দুটি ভিন্ন কৌশল বাস্তবায়ন করছে। নির্বাচিত উপজেলাগুলোতে নির্দিষ্ট ক্রয়চুক্তির বাস্তবায়ন কাজের সাইটে স্থানীয়দের নিয়ে নাগরিক গ্রুপ তৈরি করা হচ্ছে। যাদের দায়িত্ব হচ্ছে ওই কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং কোনো সমস্যা দেখতে পেলে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে জানানো। এই গ্রুপটি নাগরিক পর্যবেক্ষক নামে পরিচিত। অন্যদিকে, কয়েকটি সাইটে কোনো গ্রুপ না রেখে পরিচিতিমূলক সভা করে কাজ পর্যবেক্ষণের দায়িত্ব স্থানীয় লোকজনের কাছে ছেড়ে দেয়া হয়েছে।

 

 

Publication Date : 30/11/2020