News
Title | : | নিবন্ধিত ব্যাংকের কর্মকর্তাদের জন্য ই-জিপি প্রশিক্ষণ |
---|---|---|
Description | : | ই-জিপি সিস্টেমে নিবন্ধিত ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য একদিনব্যাপী ই-জিপি প্রশিক্ষণ শুরু হয়েছে। সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডাইমেপ) এর আওতায় প্রশিক্ষণটি শুরু হয়েছে। ই-জিপি সিস্টেমে নিবন্ধিত ব্যাংকের সংখ্যা ৪৬টি। ২৮ অক্টোবর ২০২০ তারিখে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর প্রশিক্ষণ কক্ষে প্রথম ব্যাচের প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা অংশ নেন। মোট ৫০টি ব্যাচের প্রতিটিতে ১৫জন করে ব্যাংক কর্মকর্তাকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। দোহাটেকের সঙ্গে সিপিটিইউর স্বাক্ষরিত চুক্তি অনুসারে, ২০২২ সালের জুন পর্যন্ত PE Admin Users, দরদাতা ও ব্যাংক কর্মকর্তাদের জন্য ই-জিপি প্রশিক্ষণ চলবে। সিপিটিইউ সরকারি ক্রয়ে ই-জিপি বাস্তবায়ন করছে। |
Publication Date | : | 29/10/2020 |