News
Title | : | নেত্রকোণায় গভর্নমেন্ট টেন্ডারার্স ফোরামের সভা অনুষ্ঠিত |
---|---|---|
Description | : | সরকারি ক্রয়কারী ও দরদাতাদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্কোন্নয়ন এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে উদ্ভূত অস্পষ্টতা আলোচনার মাধ্যমে দূরীভূত করার লক্ষ্যে ২২ অক্টোবর ২০২০ তারিখে নেত্রকোণা জেলায় গভর্নমেন্ট টেন্ডারার্স ফোরাম (জিটিএফ) এর সভা অনুষ্ঠিত হয়েছে। ডাইমেপ প্রকল্পের আওতায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর পক্ষে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এই সভার সার্বিক ব্যবস্থাপনা করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। সিপিটিইউর মহাপরিচলক ও অতিরিক্তি সচিব জনাব মো. শোহেলের রহমান চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। নেত্রকোণার জেলা প্রশাসক জনাব কাজী মো. আব্দুর রহমান সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় দরদাতাগণ, ক্রয়কারী অফিসের কর্মকর্তাবৃন্দ ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এতে অংশগ্রহণ করেন। নেত্রকোণার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি, আইএমইডি সচিব মহোদয়ের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং সিপিটিইউর উপ পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন সভায় উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে সচিব মহোদয় তাঁর বক্তৃতায় বলেন, উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান কোভিড পরিস্থিতির মধ্যেও একনেক এর সভা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। সিপিটিইউর মহাপরিচালক বলেন, কোভিড পরিস্থিতিতে একদিনের জন্যও ই-জিপি সিস্টেম বন্ধ হয়নি। ই-জিপির বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ই-টেন্ডারিং থেকে শুরু করে ই-কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট ই-জিপির আওতায় সম্পাদন হচ্ছে। বিসিসিপির সিনিয়র উপ পরিচালক খাদিজা বিলকিস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিপিটিইউর উপ পরিচালক অনুষ্ঠানে সিপিটিইউর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন। সভায় উপস্থিত টেন্ডারার ও কর্মকর্তাগণ জিটিএফ এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা ক্রয় কার্যক্রম ও ই-জিপি বিষয়েও মতামত ব্যক্ত করেন। |
Publication Date | : | 25/10/2020 |