News

Title : সিপিটিইউর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় শুরু
Description :

সিপিটিইউর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় শুরু

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণকারীদের সরাসরি উপস্থিতিতে সিপিটিইউর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু হয়েছে

২১ অক্টোবর ২০২০ তারিখে সিপিটিইউর নিজস্ব প্রশিক্ষণ কক্ষে সরকারি ক্রয়কারী অফিসের Organization Admin Userদের জন্য একদিনব্যাপী ই-জিপি প্রশিক্ষণ শুরু হয়েছে অতিরিক্ত সচিব ও সিপিটিইউর মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী এর উদ্বোধন করেন এসময় যুগ্ম সচিব ও সিপিটিইউর পরিচালক (-জিপি) মো. আজিজ তাহের খান উপস্থিত ছিলেন। সিপিটিইউর পরামর্শক প্রতিষ্ঠান দোহাটেক এ প্রশিক্ষণ প্রদান করছে১ নভেম্বর ২০২০ তারিখ থেকে শুরু হবে PE User দের জন্য পাঁচদিনব্যাপী ই-জিপি প্রশিক্ষণ দোহাটেক এর ব্যবস্থাপনায় শিগগিরই নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, দরদাতা ও ব্যাংক কর্মকর্তাদের জন্য ই-জিপি প্রশিক্ষণ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, বিভিন্ন সরকারি ক্রয়কারী অফিসের কর্মকর্তাদের জন্য স্থগিত হয়ে যাওয়া তিন সপ্তাহের সরকারি ক্রয় বিষয়ক প্রশিক্ষণ শুরু হচ্ছে ১ নভেম্বর ২০২০ তারিখে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ এর গজারিয়া ক্যাম্পাসে একটি ব্যাচের প্রশিক্ষণ ওইদিন শুরু হবে আরেকটি শুরু হবে ৭ নভেম্বর ২০২০ তারিখেসিপিটিইউর পক্ষে ITCILO এবং ESCB এ ধরনের প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা করছে

Publication Date : 22/10/2020