News
Title | : | সরকারি ক্রয় বিষয়ক সিটিজেন পোর্টালের ওপর প্রশিক্ষণ |
---|---|---|
Description | : |
সরকারি ক্রয় বিষয়ক সিটিজেন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর চারদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ১২ অক্টোবর ২০২০ তারিখে সিপিটিইউ কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সিপিটিইউর পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট। উদ্বোধনী অনুষ্ঠানে আইএমইডি সচিব বলেন, সরকারি ক্রয় বিষয়ক সিটিজেন পোর্টালটি নাগরিক পর্যায়ে ব্যবহার বান্ধব হতে হবে। যাতে করে প্রত্যন্ত এলাকার সাধারন জনগণও জানতে পারেন তাদের এলাকায় কী কী ধরনের উন্নয়ন কাজ হচ্ছে বা হওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সিপিটিইউর সরকারি ক্রয় বিষয়ক পোর্টাল একটি প্রশংসনীয় উদ্ভাবন। তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাগণও যাতে এই পোর্টাল ব্যবহার করতে পারেন এবং নাগরিকদেরকে দেখার পরামর্শ দিতে পারেন সেজন্য এর ব্যাপক প্রচার প্রয়োজন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আইএমইডির অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নানও বক্তব্য রাখেন। প্রশিক্ষণটি ১৫ অক্টোবর ২০২০ তারিখে শেষ হবে। চারদিনের প্রশিক্ষণে সিটিজেন পোর্টাল এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও কারিগরি দিক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা পাবেন অংশগ্রহণকারীরা। সরকারি ক্রয় বিষয়ে বিভিন্ন তথ্য নাগরিকদের জানাতে গত ২৬ আগস্ট ২০২০ তারিখে ‘সরকারি ক্রয় বাতায়ন’ (https://citizen.cptu.gov.bd/) নামে একটি সিটিজেন পোর্টাল চালু করেছে সিপিটিইউ। পোর্টালটি চালুর উদ্দেশ্য হচ্ছে- তথ্য অধিকার আইন অনুসারে নাগরিকদের বিভিন্ন তথ্য জানানোর মাধ্যমে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। সরকারি ক্রয় বাতায়ন থেকে সহজেই সারাদেশের পণ্য, কার্য ও সেবা ক্রয় সম্পর্কিত নানা তথ্য পাবেন নাগরিকরা। এছাড়া পোর্টালের সাথে যুক্ত ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরার সুযোগ রয়েছে। সরকারের নীতি নির্ধারক, ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষকরা ও গণমাধ্যম কর্মীরা সরকারি ক্রয় বাতায়ন থেকে বিভিন্ন তথ্য ডাউনলোড করে তা বিশ্লেষণ করতে পারবেন। পোর্টালের তথ্যগুলো সরাসরি আসছে সরকারের ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম থেকে। এছাড়াও সরকারি বিভিন্ন সংস্থা, সরকারি ক্রয় বিষয়ে নাগরিক সম্পৃক্ততার প্লাটফরমসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তা প্রকাশ করছে সিপিটিইউ।
|
Publication Date | : | 13/10/2020 |