News
Title | : | সরকারি ক্রয় বিষয়ে সিটিজেন পোর্টাল চালু করলো সিপিটিইউ |
---|---|---|
Description | : | সরকারি ক্রয় বিষয়ে বিভিন্ন তথ্য নাগরিকদের জানাতে ‘সরকারি ক্রয় বাতায়ন’ (https://citizen.cptu.gov.bd/) নামে একটি সিটিজেন পোর্টাল চালু করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। পোর্টালটি চালুর উদ্দেশ্য হচ্ছে- তথ্য অধিকার আইন অনুসারে নাগরিকদের বিভিন্ন তথ্য জানানোর মাধ্যমে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। ২৬ আগস্ট ২০২০ তারিখে অনলাইনে নিজ অফিস থেকে সরকারি ক্রয় সম্পর্কিত সিটিজেন পোর্টালটির উদ্বোধন করেন আইএমইডির বিদায়ী সচিব আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ এনডিসি। এসময় তিনি বলেন, ‘সরকারের অর্থ ব্যয় সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর অঙ্গীকার থেকেই এই পোর্টালটি চালু করা হয়েছে। কীভাবে জনগণের অর্থ ব্যয় হচ্ছে- সে বিষয়ে জানার অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের’। বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় ৮০ শতাংশ এবং জাতীয় বাজেটের প্রায় ৪৫ শতাংশ অর্থ ব্যয় হয় সরকারি ক্রয়ে। বিশ্বব্যাংকের সহায়তায় ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডাইম্যাপ)’ এর আওতায় সিটিজেন পোর্টালটি চালু করেছে সিপিটিইউ। পোর্টালটি তৈরি করেছে পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট। সিপিটিইউর মহাপরিচালক মোঃ শোহেলের রহমান চৌধুরী পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘সিটিজেন পোর্টালের মাধ্যমে নাগরিকদের সরকারি ক্রয়ের তথ্য জানানোর নতুন একটি যাত্রা শরু হলো। পোর্টালের তথ্য হালনাগাদকরণ অব্যাহত থাকবে। আমাদের কাজ জনগণের জন্য। তাদেরকে সরকারি ক্রয় বিষয়ে তথ্য জানানো আমাদের দায়িত্ব।’ বিশ্ববাংকের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ও ডাইম্যাপের টাস্ক টিম লিডার ইশতিয়াক সিদ্দিক বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সিটিজেন পোর্টালটি বড় ধরনের একটি পদক্ষেপ। এই পোর্টালের মাধ্যমে সরকারি ক্রয় সম্পর্কিত ডাটা ব্যাপকভাবে বিশ্লেষণের সুযোগ রয়েছে। এটি সরকারি ক্রয় বাস্তবায়নের ক্ষেত্রে উন্নতি আনতে এবং এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নীতি নির্ধারকদেরও সহায়তা করবে। তিনি বলেন, ডাটা অ্যানালিটিকসের মাধ্যমে সরকারি ক্রয়ের খরচ ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। সরকারি ক্রয় বাতায়ন থেকে সহজেই সারাদেশের পণ্য, কার্য ও সেবা ক্রয় সম্পর্কিত নানা তথ্য পাবেন নাগরিকরা। এমনকি নিজ এলাকার সরকারি ক্রয়ের বিভিন্ন ধাপ সম্পর্কেও তারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়া পোর্টালের সাথে যুক্ত ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকরা সরকারি ক্রয় বিষয়ে তাদের মতামত তুলে ধরতে পারেন। এর মাধ্যমে তারা সরকারি ক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত থাকতে পারেন। সরকারের নীতি নির্ধারক, ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষকরাও সরকারি ক্রয় বাতায়ন থেকে বিভিন্ন তথ্য ডাউনলোড করে তা বিশ্লেষণ করতে পারবেন। সিটিজেন পোর্টালটি সিপিটিইউর ওয়েবসাইটের সাথে যুক্ত। পোর্টালের তথ্যগুলো সরাসরি আসছে সরকারের ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম থেকে। এছাড়াও সরকারি বিভিন্ন সংস্থা, সরকারি ক্রয় বিষয়ে নাগরিক সম্পৃক্ততার প্লাটফরমসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তা প্রকাশ করছে সিপিটিইউ।
|
Publication Date | : | 27/08/2020 |