News

Title : বিজিটিএফের সপ্তম সভা অনুষ্ঠিত
Description :

বাংলাদেশ গভর্নমেন্ট-টেন্ডারারস ফোরাম (বিজিটিএফ) এর সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই ২০২০ তারিখে অনলাইনে সংগঠনের আহ্বায়ক জনাব সাত্তার মো. আব্দুসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) মহাপরিচালক জনাব মো: শোহেলের রহমান চৌধুরী এতে যোগ দেন। সভায় বিজিটিএফের খসড়া সংঘ স্মারক (এমওএ) ও বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

টেন্ডারার ও ক্রয়কারী সংস্থার প্রতিনিধিরা সভায় যোগ দিয়ে বিজিটিএফের খসড়া সংঘ স্মারক (এমওএ) ও বিধিমালার ওপর তাদের মতামত তুলে ধরেন। সিপিটিইউ মহাপরিচালক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বিজিটিএফের বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে সিপিটিইউ।

সভায় সংশোধনীসহ খসড়া সংঘ স্মারকটির বিষয়ে আরও পর্যালোচনা এবং এটি অনুমোদনের জন্য সিপিটিইউতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টেন্ডারার ও সরকারি ক্রয়কারী সংস্থার প্রতিনিধিদের দ্বিপক্ষীয় ফোরাম হচ্ছে গভর্নমেন্ট-টেন্ডারারস ফোরাম (জিটিএফ)। আর কেন্দ্রীয়ভাবে জিটিএফসমূহের সমন্বয় করে থাকে বিজিটিএফ।

ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রকল্প (ডাইম্যাপ) এর আওতায় বিজিটিএফ ও জিটিএফের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের সহযোগিতায় গত ২০১৭ সালের ১ জুলাই থেকে সিপিটিইউ ডাইম্যাপ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিপিটিইউ নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) বিজিটিএফের বিষয়ে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে।

বিজিটিএফ গঠনের উদ্দেশ্য হচ্ছে- সরকারি ক্রয়কারী সংস্থা ও বেসরকারি খাতের টেন্ডারারদের মধ্যে চুক্তির শর্তের আলোকে পেশাগত সম্পর্ক ‍উন্নয়ন ও সরকারি ক্রয়ের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বাস্তবায়নের গুণগত মানোন্নয়ন। স্থানীয় পর্যায়ের দরপত্রদাতাদের দক্ষতা বাড়ানো এবং সরকারি ক্রয়ের বিষয়ে অস্পষ্টতা ও বিভ্রান্তি আলোচনার মাধ্যমে নিরসন করাও জিটিএফের লক্ষ্য।  

সভায় সিপিটিইউ মহাপরিচালক বিজিটিএফের কার্যক্রমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। ক্রয় প্রক্রিয়ায় দরপত্রদাতা ও ক্রয়কারী সংস্থার মধ্যে আস্থার পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি। এছাড়া মৌলিক নৈতিক মূল্যবোধের বিষয়েও সংগঠনটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন সিপিটিইউ মহাপরিচালক।

তিনি বলেন, আগে দরপত্রদাতা ও ক্রয়কারী সংস্থা এই দুই পক্ষের মধ্যে শুধমাত্র লেনদেনের সম্পর্ক ছিল। এখন এটিকে পবিত্র সম্পর্কে উন্নীত করতে হবে, যাতে যে কোনো সরকারি ক্রয় চুক্তিতে ক্রয়কারী সংস্থা ও টেন্ডারারদের সমান গুরুত্ব থাকে। 

Publication Date : 14/07/2020