News

Title : যথাযোগ্য মর্যাদায় মুজিব শতবর্ষ উদযাপন
Description :

পরিকল্পনা মন্ত্রণালয় ১৭ মার্চ ২০২০ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে।

এ উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরের এনইসি অডিটরিয়ামে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান, এম পি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরিকল্পনা বিভাগের সচিব জনাব মো: নূরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আইএমইডি সচিব জনাব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ, এনডিসি এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রী মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আইএমইডি চত্বরে বৃক্ষরোপন করেন। এ সময় আইএমইডি সচিব ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইএমইডি লাইব্রেরীতে "মুজিব কর্ণার" উদ্বোধন করেন। আইএমইডি ও সিপিটিইউর কর্মকর্তাগণ আইএমইডি সচিবের নেতৃত্বে র‌্যালী ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

 

Publication Date : 18/03/2020