News

Title : ই-জিপি প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষর
Description :

সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের ব্যবহার বিষয়ে সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ১১ মার্চ ২০২০ তারিখে দোহাটেক নিউ মিডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিমেপ) এর অধীনে ২৮ মাস মেয়াদি এই চুক্তিটির আওতায় শিগগরিই প্রশিক্ষণ প্রদান শুরু হবে। আর এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ এর ৩০ জুন।

এই চুক্তির আওতায় ই-জিপিতে নিবন্ধিত দরদাতা, ক্রয়কারী সংস্থা, নিবন্ধিত ব্যাংক সমূহের ই-জিপি সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাসহ পাঁচটি ক্যাটাগরিতে মোট ১১ হাজার জনকে বিভিন্ন বিষয় ও মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এর আওতায় ক্রয়কারী সংস্থার ই-জিপি ব্যবহাকারীদের মধ্যে থেকে চার হাজার জনকে মোট ২০০টি ব্যাচে পাঁচদিন মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণ নেবেন ২০ জন করে। ৭৫০ জন অর্গানাইজেশন এডমিনকে মোট ৫০টি ব্যাচে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে। প্রতি ব্যাচে অংশ নেবেন ১৫ জন। পাঁচ হাজার নিবন্ধিত দরদাতাকেও এই প্রশিক্ষণ দেয়া হবে। মোট ২৫০টি ব্যাচে দিনব্যাপী প্রশিক্ষণে প্রতি ব্যাচে অংশ নেবেন ২০ জন।

বিভিন্ন ব্যাংকের ৭৫০ জন কর্মকর্তাও এই প্রশিক্ষণের আওতায় আসবেন। মোট ৫০টি ব্যাচে তাদের এই প্রশিক্ষণ দেয়া হবে। দিনব্যাপী প্রশিক্ষণে প্রতি ব্যাচে অংশ নেবেন ১৫ জন কর্মকর্তা। এছাড়া সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের (যেমন-ক্রয়কারী কার্যালয় প্রধান, মন্ত্রণালয়) ৫০০ কর্মকর্তাকে দিনব্যাপী ই-জিপি প্রশিক্ষণ দেয়া হবে। মোট ৫০টি ব্যাচে তারা এই প্রশিক্ষণ নেবেন। প্রতি ব্যাচে অংশ নেবেন ১০ জন করে।

নিবন্ধিত দরদাতারা সিপিটিইউ এর মাধ্যমে ঢাকায় দোহাটেকের পাঁচটি ভেন্যুতে প্রশিক্ষণে অংশ নেবেন। অন্যান্য সকল ক্যাটাগরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সিপিটিইউ ভবনে সিপিটিইউ এর নিজস্ব ই-জিপি প্রশিক্ষণ ল্যাবে।

সিপিটিইউ এর মহাপরিচালক জনাব মো. শোহেলের রহমান চৌধুরী এবং দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারপারসন মিস লুনা শামসুদ্দোহা নিজ নিজ পক্ষে ই-জিপি প্রশিক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে সিপিটিইউ কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সিপিটিইউ মহাপরিচালক ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম আন্তরিকতার সাথে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ই-জিপি প্রশিক্ষণে প্রয়োজনে জাতীয় ক্রয় প্রশিক্ষকদের সহায়তা নেওয়া যেতে পারে।

লুনা শামসুদ্দোহা বলেন, দোহাটেক সিপিটিইউ এর ই-জিপি বাস্তবায়নে যুক্ত রয়েছে এবং ইতোপূর্বে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। এই চুক্তির আওতায় ই-জিপি প্রশিক্ষণের জন্য আরও অধিক সংখ্যক দক্ষ প্রশিক্ষক নিয়োজিত করা হবে বলে জানান তিনি।

২০১১ সালের ২ জুন সরকারি ক্রয় কার্যক্রম ডিজিটাইজ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিপিটিইউ এর ই-জিপি পোর্টাল উদ্বোধন করেন। ১১ মার্চ ২০২০ পর্যন্ত ই-জিপি সিস্টেমে মোট ৩৮ লাখ ২২ হাজার কোটি টাকা মূল্যের ৩ লাখ ৭০ হাজার দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে মোট সরকারি ক্রয়ের শতকরা ৭০ ভাগ ই-জিপির মাধ্যমে করা হচ্ছে।

 

Publication Date : 12/03/2020