News
Title | : | ই-জিপি সম্পর্কে জানতে সিপিটিইউতে নাইজেরিয়ার প্রতিনিধিদল |
---|---|---|
Description | : | নাইজেরিয়ার ব্যুরো অব পাবলিক প্রকিউরমেন্ট (বিপিপি) এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল ১৭ ফেব্রুয়ারি ২০২০ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) পরিদর্শন করে। এসময় প্রতিনিধিদলের সদস্যরা সিপিটিইউ কর্তৃক বাস্তবায়িত ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ে মতবিনিময় করেন। নাইজেরিয়ার বিপিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যুরোর পরিচালক আলিয়া ইদোজি আলিয়া। প্রতিনিধিদলে আরও ছিলেন নাসির বেল্লো এবং ইলোগসাকা ইকিম্মা। সিপিটিইউ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরসহ বড় ক্রয়কারী সংস্থাগুলো কীভাবে সফলতার সাথে ই-জিপি বাস্তবায়ন করেছে- সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা নিতেই ঢাকায় আসে প্রতিনিধিদলটি। সম্প্রতি নাইজেরিয়া সে দেশে সরকারি ক্রয়ে ই-জিপি বাস্তবায়ন শুরু করেছে। নাইজেরিয়ার প্রতিনিধিদলের সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে আইএমইডি সচিব জনাব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, এনডিসি এর কার্যালয়ে তাঁর সাথে দেখা করেন। তাঁরা নাইজেরিয়ার সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে আইএমইডি সচিবকে অবহিত করেন। এসময় আইএমইডি সচিব সিপিটিইউকে একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি উন্নয়ন সহযোগীদের দেশের সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসরণের প্রয়োজনীতাও উল্লেখ করেন। তিনি বলেন, “সকল উন্নয়ন সহযোগীর ক্রয় নীতিমালা এক নয়। তাই তারা আমাদের দেশে যেসব প্রকল্পে অর্থায়ন করছে সেগুলোতে দেশের সরকারি ক্রয় প্রক্রিয়াই অনুসরণ করা প্রয়োজন।” তিনি আরও বলেন, “উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেয়া ঋণ সরকারকে সুদসহ ফেরত দিতে হয়।” সিপিটিইউতে বৈঠকের সময় নাইজেরিয়ার প্রতিনিনিধদলটিকে ই-জিপি সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানান সিপিটিইউ এর সিনিয়র সিস্টেম এনালিস্ট জনাব মোঃ মোশাররফ হোসেন। সিপিটিইউ এর পরিচালক (সমন্বয় ও প্রশিক্ষণ) জনাব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডাইমেপ এর প্রিন্সিপাল প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট মোস্তা গাউসুল হক, সিনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট মো. শফিউল আলম, ই-জিপির ডেপুটি টিম লিডার নাজমুল ইসলাম ভূঞা, সিনিয়র ই-জিপি এডভাইজার আশফাকুল ইসলাম এবং সিনিয়র সিকিউরিটি অ্যাসিওরেন্স কনসালটেন্ট আসাদ ইবনে মঈন। সিপিটিইউ বিশ্বব্যাংকের সহায়তায় ২০১৭ সালের জুলাই থেকে ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট (ডাইমেপ) প্রজেক্ট বাস্তবায়ন করছে।
|
Publication Date | : | 18/02/2020 |