News

Title : দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ প্রশিক্ষণ জরুরী: আইএমই বিভাগের সচিব
Description :

৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে  সিপিটিইউ কর্তৃক আয়োজিত দিনব্যাপী একটি প্রশিক্ষণ উদ্বোধনকালে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ, এনডিসি এ মন্তব্য করেছেন।

তিনি বলেছেন কাংখিত মাত্রায় উন্নয়ন লাভ করতে হলে সরকারি ক্রয়ে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। যাতে করে ক্রয় কার্যক্রমে কোন অপচয় না হয়।

সিপিটিইউ-এর পরিচালক (প্রশিক্ষণ ও সমন্বয়) জনাব শীষ হায়দার চৌধুরী পিপিপি বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেছেন।

আইএমই বিভাগীয় প্রধান জনাব স্বপন কুমার ঘোষ প্রকল্প ব্যবস্থাপনা, দোহাটেকের ই-জিপি প্রশিক্ষক হাসান মাহমুদ ই-সিএমএস এবং সিপিটিইউ-এর উপ-পরিচালক মৌসুমী হাবিব দরপত্র প্রস্তুতের বিষয়ে উপস্থাপনা করেছেন।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সিপিটিইউ এর সদ্য বিদায়ী মহাপরিচালক জনাব মোঃ আলী নূর উপস্থিত ছিলেন। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে তিনি সচিব, স্বাস্হ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদন্নোতি পেয়েছেন।

সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডাইমেপ এর আওতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হয়েছে। বিশ্বব্যাংক এ প্রকল্পে সহায়তা দিচ্ছে।

Publication Date : 05/01/2020