News

Title : ই-জিপি পেমেন্ট: সিপিটিইউ এর সঙ্গে ৭ টি ব্যাংকের সমঝোতা স্মারক নবায়ন
Description :

ই-জিপি সিস্টেমে টেন্ডারারদের বিভিন্ন ধরণের পেমেন্ট গ্রহণের জন্য সিপিটিইউর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করেছে ৭ টি ব্যাংক।

২২ ডিসেম্বর ২০১৯ তারিখে  অতিরিক্ত সচিব ও সিপিটিইউ মহাপরিচালক জনাব মোঃ আলী নূর ব্যাংকগুলোর সঙ্গে সিপিটিইউতে অনুষ্ঠিত একটি সভায় সভাপতিত্ব করেছেন। সভায় সিপিটিইউ এবং ব্যাংকগুলোর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মোট ৪৬টি ব্যাংকের সঙ্গে সিপিটিইউ-এর সমঝোতা স্মারক স্বাক্ষর করা আছে। তিন বছরের জন্য এ সব এমওইউ করা হয় এবং পরে নবায়ন করা হয়। এ সব ব্যাংকের ৫ হাজারের অধিক শাখা দেশব্যাপী টেন্ডারারদের ই-জিপি পেমেন্ট সেবা প্রদান করেছে।

২২ ডিসেম্বর যে ৭টি ব্যাংক এমওইউ নবায়ন করেছে সেগুলো হচ্ছে ঢাকা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ওয়ান ব্যাংক।

 

Publication Date : 23/12/2019