News
Title | : | বিজিটিএফ অস্থায়ী কমিটির ২য় সভা অনুষ্ঠিত |
---|---|---|
Description | : | বাংলাদেশ গভর্নমেন্ট ও টেন্ডারার ফোরাম (বিজিটিএফ)-এর অস্থায়ী কমিটি ২৭ অক্টোবর ২০১৯ তারিখে গঠনের পর ৬ মাসের মধ্যে এর পূর্নাংগ কমিটি গঠন ও এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর লক্ষ্যে এ পর্যন্ত দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর ২০১৯ অস্থায়ী কমিটির ২য় সভাটি ঢাকার মহাখালীতে সিভিল ইন্জিনিয়ার্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সিপিটিইউ-এর পরিচালক জনাব শীষ হায়দার চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী (প্রকিউরমেন্ট) ও বিজিটিএফ কনভেনর জনাব এম আব্দুস সাত্তার এতে সভাপতিত্ব করেছেন। ফোরামের মেমোরেন্ডাম অব আটিকেলস, রুলস তৈরী ও নিবন্ধন নিয়ে সভায় আলোচনা হয়েছে। ডাইমেপ প্রকল্পের আওতায় বিসিসিপি সিপিটিইউ-এর পক্ষে এতে সার্বিক সহায়তা দিচ্ছে। |
Publication Date | : | 15/12/2019 |