News

Title : adb team
Description :

ঢাকাস্থ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ৫ ডিসেম্বর ২০১৯ তারিখে সিপিটিইউ পরিদর্শন করেছে।

অতিরিক্ত সচিব ও সিপিটিইউর মহাপরিচালক জনাব মো: আলী নূর এডিবি প্রতিনিধিদলের সংগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন। সিপিটিইউর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সিপিটিইউর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সরকারি ক্রয়ের বিভিন্ন দিক নিয়ে এডিবি প্রতিনিধিদল মতবিনিময় করেছে। তারা সরকারি ক্রয়ে বিভিন্ন কারণে দরদাতাদেরকে রহিতকরণ প্রক্রিয়া এবং এর কার্যকারিতা সম্পর্কে জানতে চান।

সিপিটিইউর ব্যাখ্যায় তারা সন্তোষ্ট প্রকাশ করেন। এ বিষয়ে আন্তর্জাতিক চর্চা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া ই-জিপি সিস্টেমে ব্যবহ্রত বিভিন্ন ডকুমেন্ট এবং ই-জিপিতে আন্তর্জাতিক দরপত্র আহবান শুরুর জন্য সিপিটিইউর প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়েছে।

Publication Date : 05/12/2019