News
Title | : | দুর্নীতি দমন কমিশনে সরকারী ক্রয় বিষয়ে প্রশিক্ষণ |
---|---|---|
Description | : | সরকারি ক্রয় প্রক্রিয়া ও চর্চা সম্পর্কে মৌলিক ধারনা লাভের উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন তার কর্মকর্তাগণের জন্য ৫ দিন ব্যাপী একটি প্রশিক্ষণের আয়োজন করেছে। ২৬ নভেম্বর ২০১৯ তারিখে ঢাকায় দুর্নীতি দমন কমিশনের ট্রেনিং রুমে প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো: আলী নূর। সিপিটিইউ-এর ক্রয় বিষয়ক বিশেষজ্ঞ কর্মকর্তাগণ ও ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার পাঁচ দিনের ওই কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রথম দিনের প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন সিপিটিইউ-এর পরিচালক ও ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার জনাব শীষ হায়দার চৌধুরী। জনাব মাসুদ আকতার খান পরিচালক (বিধি) ও ন্যাশনাল ট্রেইনার দ্বিতীয় দিন প্রশিক্ষণ প্রদান করেন। উদ্বোধনী বক্তৃতায় দুদক চেয়ারম্যান বলেন সরকারি বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় সরকারি ক্রয়ে। সুতরাং সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরী। সেখানে দুদকের একটি ভূমিকা রয়েছে। তিনি এ প্রশিক্ষণের রিসোর্স পারসন দিয়ে সহযোগিতার জন্য সিপিটিইউকে ধন্যবাদ জানান। সিপিটিইউ মহাপরিচালক বলেন যারা সরকারি ক্রয়ে যুক্ত তাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান সিপিটিইউ-এর ম্যান্ডেটের আওতাভুক্ত। এ বিষয়ে এগিয়ে আসার জন্য তিনি দুদককে ধন্যবাদ জানান। দুদকের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ৪০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ২ ডিসেম্বর প্রশিক্ষণটি শেষ হবে।
|
Publication Date | : | 27/11/2019 |