News

Title : ই-সিএমএস পাইলটিং উদ্বোধন
Description :

বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব জনাব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ, এনডিসি ১৪ নভেম্বর ২০১৯, সিপিটিইউ কনফারেন্স কক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (-সিএমএস) এর পাইলটিং উদ্বোধন করেছেন

পাইলটিং পর্যায়ে এলজিইডির ৩টি চুক্তি এবং সড়ক জনপথ অধিদপ্তরের ২টি চুক্তিতে -সিএমএস বাস্তবায়ন করা হবে

মাসব্যাপী পাইলটিং এর অর্জিত অভিজ্ঞতা এবং সুপারিশের ভিত্তিতে সিস্টেমকে আরও যথোপযুক্ত করে অন্যান্য ক্রয়কারি সংস্থায় তা বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে

উপলক্ষে সিপিটিইউতে আয়োজিত সভায় সিপিটিইউ এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আলী নূর সভাপতিত্ব করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইমেপ এর টাস্ক টীম লিডার জনাব ইশতিয়াক সিদ্দিক। দোহাটেকের চেয়ারপারসন মিস লুনা শামসুদ্দোহা এবং বিভিন্ন ক্রয়কারী অফিসের কর্মকর্তাসহ সিপিটিইউ-এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন

জিএসএস ইনফোটেক এবং দোহাটেক -সিএমএস তৈরী করেছে। -জিপিতে শুরু থেকেই অটোমেটেড টেন্ডার প্রক্রিয়াকরণ চলছে। এখন -সিএমএস চালু হলে কন্ট্রাক্ট বাস্তবায়ন ব্যবস্থাপনাও অটোমেটেড হবে

Publication Date : 14/11/2019